২৩ ফেব্রুয়ারি দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
বুধবার খুলেছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার দামামাও বেজে গেল। এদিন মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি ক্যাম্পের মাধ্যমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে তা সংগ্রহ করতে হবে প্রধান শিক্ষকদের। অ্যাডমিট কার্ডে কোনও ভুলভ্রান্তি থাকলে তা ৪ মার্চের মধ্যে পর্ষদের আঞ্চলিক কার্যালয়গুলিতে জানাতে হবে। তারপরে আর কোনও আবেদন মঞ্জুর করা হবে না। প্রসঙ্গত ৭ মার্চ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১৬ মার্চ অপশনাল বিষয়গুলির পরীক্ষা দিয়ে তা শেষ হচ্ছে।
মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া গোটা উত্তরবঙ্গের জেলা উপদেষ্টা কমিটিগুলির বৈঠক হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বারাকপুর এবং বারাসতের কমিটির বৈঠকও হয়েছে সম্প্রতি। খুব তাড়াতাড়ি অন্য জেলাগুলির বৈঠকও হবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুটা দেরিতে শুরু হচ্ছে। তাই দ্রুত ফলপ্রকাশের একটি চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। তার আগে অবশ্য হোম সেন্টার হওয়ার কারণে প্রায় ৬৮০০ স্কুলে প্রশ্নপত্র পাঠানোর বিষয়টিও রয়েছে। সেটা যে বেশ চ্যালেঞ্জিং, তা স্বীকার করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও। দ্রুত ফলপ্রকাশ নিয়ে তিনি বলেন, সরকার যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী কাজ করব। আমরা পরীক্ষার ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ফলপ্রকাশ করার চেষ্টা করছি।