শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর পুরনিগমের মেয়র ঘোষণা করল তৃণমূল

শুক্রবার ঘোষণা হল বাকি তিন পুরনিগমের পদাধিকারীদের নাম।

February 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান করা হল সব্যসাচী দত্তকে। ডেপুটি মেয়র হলেন অনিতা মণ্ডল। শুক্রবার তৃণমূলের সর্বময়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে এই নাম ঘোষণা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

বিধাননগর ছাড়াও চন্দননগর এবং আসানসোল পুরনিগমের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়। চেয়ারম্যান হচ্ছেন অমরনাথ চট্টোপাধ্যায়। ডেপুটি মেয়র হচ্ছেন অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক। আর জল্পনা মতোই চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী।

গত সোমবার চার পুরনিগমে ভোটের ফলপ্রকাশের দিনই দলনেত্রী মমতা ঘোষণা করেছিলেন, শিলিগুড়ি পুরনিগমের পরবর্তী মেয়র হচ্ছে গৌতম দেব। তার পর শুক্রবার ঘোষণা হল বাকি তিন পুরনিগমের পদাধিকারীদের নাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen