বিতর্ক দূরে সরিয়ে এবার কামারহাটিতে একসঙ্গে পুরভোটের প্রচারে সৌগত, মদন

বিতর্ক দূরে সরিয়ে এবার কামারহাটিতে একসঙ্গে পুরভোটের প্রচারে সৌগত রায় ও মদন মিত্র

February 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিতর্ক দূরে সরিয়ে এবার কামারহাটিতে একসঙ্গে পুরভোটের প্রচারে সৌগত রায় ও মদন মিত্র। কামারহাটি মোড় থেকে কামারহাটি পাঁচমাথার মোড় পর্যন্ত হুডখোলা গাড়িতে একসঙ্গে প্রচার সারেন দুই তৃণমূল নেতা । ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন দমদমের সাংসদ ও কামারহাটির বিধায়ক। মদনের সঙ্গে কোনও সমস্যা নেই, দাবি সৌগতর। একই দাবি মদনেরও।

দমদমের সাংসদ সৌগত রায় বলেছেন, আমরা সবাই তৃণমূলের লোক। আমাদের প্রার্থীর পক্ষে সবাই মিলে প্রচার করছি। এভাবেই প্রচার করব। আজ আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মিছিল করে প্রচার হবে জানানোর পরই জানাই আমি যাব। কার্যত একই সুর মদন মিত্রের গলাতেও। গত বুধবারই বরফ গলার ইঙ্গিত মিলেছিল। সেদিন কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কালামউদ্দিন আনসারির সমর্থনে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন সৌগত রায়। তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র।

বুধবারের প্রচারে প্রার্থী অসন্তোষ নিয়ে বিরোধিতার কথা অস্বীকার করেছিলেন সৌগত রায়। আর এদিন মদন মিত্রের সঙ্গে একসঙ্গে সারলেন প্রচার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen