উপসর্গহীন আক্রান্তের সংখ্যা কত? শুরু সমীক্ষা

নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠছেন অনেকে।

June 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠছেন অনেকে। অর্থাৎ তাঁরা নিশ্চিত ভাবেই নিজেদের শরীরে গড়ে তুলেছেন নভেল করোনাভাইরাসকে জয় করার উপযোগী অ্যান্টিবডি। এঁদের সংখ্যা সম্পর্কে ধারণা পেতেই সম্প্রতি আইজিজি টেস্ট করার কথা বলেছিল কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআর। সেই মতো সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও কয়েক দিন আগে থেকে শুরু হয়েছে আইজিজি রক্তপরীক্ষার নমুনা সংগ্রহ। সেই কাজ শুরু হচ্ছে কলকাতাতেও। আজ, বৃহস্পতিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হবে শহরে। এর জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতা পুর-এলাকার ১৬টি ওয়ার্ড এবং তার বাইরে থাকা আরও পাঁচটি কনটেনমেন্ট জোনকে। উদ্দেশ্যে, ওই সব এলাকায় করোনার বিরুদ্ধে কতটা ইমিউনিটি জন্মেছে, সে সম্পর্কে আভাস পাওয়া।

বুধবার দুপুরে এ নিয়ে জরুরি বৈঠক করেন পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। বৈঠকে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুর সমন্বায়ক অতীন ঘোষও উপস্থিত ছিলেন। পুরসভার তরফে প্রাথমিক ভাবে চিহ্নিত ১৬টির মধ্যে আজ, প্রথম দিন ১১টি ওয়ার্ড এবং কাল, শুক্রবার পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে যে ১৬টি ওয়ার্ডে আইজিজি সমীক্ষা হবে, সেগুলি হল–৭, ১১, ২৬, ২৯, ৪০, ৫৮, ৬১, ৬৬, ৭৯, ৮২, ৯০, ৯৫, ১০৪, ১০৮, ১২২ ও ১২৮ নম্বর ওয়ার্ড। অতীনের কথায়, ‘এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যৌথ কর্মসূচি।’

মঙ্গলবারই আইসিএমআরের প্রাথমিক সমীক্ষা-সূত্রে জানা গিয়েছিল, দেশের করোনা প্রভাবিত বহু কনটেনমেন্ট জোনে অসংখ্য মানুষ নিজেদের অজান্তেই করোনাআক্রান্ত হয়েছেন এবং তার পর সেরেও উঠেছেন৷

এর নেপথ্যে তাঁদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির ভূমিকা রয়েছে। এমন মানুষ কেমন সংখ্যায় রয়েছেন আমাদের তিলোত্তমায়, তার দিকে তাকিয়ে প্রশাসন, জনসাধারণও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen