শ্রমিক সংগঠনে কেউ অনিয়ম করলে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি ঋতব্রতর

ঋতব্রত বলেন, আমাদের দলের এবং সংগঠনের ব্যানারকে সামনে রেখে কেউ যদি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, সেটা কোনওভাবে মেনে নেওয়া হবে

February 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শ্রমিক সংগঠনের মধ্যে কেউ অনিয়ম করলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না। শনিবার ক্ষীরপাই শহরের টাউন হলে তৃণমূল শ্রমিক সংগঠন তথা আইএনটিটিইউসি’র জেলা রাজনৈতিক কর্মী সম্মেলন ছিল। সেখানে এসে এমনটাই মন্তব্য করলেন  সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি একটি ফোন নম্বর দিয়ে বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, এই নম্বরে সরাসরি জানাবেন। আমি সঙ্গে সঙ্গে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

এর আগেও কয়েকজনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে তিনি জানান। ঋতব্রত বলেন, আমাদের দলের এবং সংগঠনের ব্যানারকে সামনে রেখে কেউ যদি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, সেটা কোনওভাবে মেনে নেওয়া হবে না। এদিন কর্মিসভায় বক্তব্য রাখার পর পুরসভা নির্বাচনকে সামনে রেখে টাউন হল থেকে হালদার দিঘির মোড় পর্যন্ত একটি পদযাত্রায় তিনি অংশগ্রহণ করেন। সেখানে পুরসভা এলাকার তৃণমূলের প্রার্থীরাও অংশগ্রহণ করেন। এদিনের কর্মিসভায় শ্রমিক সংগঠনের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ কর, তৃণমূলের জেলা সভাপতি আশিস হুদাইত প্রমুখ উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen