জনপ্রিয়তা কমছে ইমরান খানের, নিয়ন্ত্রণ বাড়াচ্ছে সেনা
করোনা মহামারী মোকাবিলায় ব্যর্থ ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। দেশের অর্থনৈতিক পরিস্থিতিও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে পাকিস্তানি প্রশাসনে নিয়ন্ত্রণ আরও পোক্ত করছে অসন্তুষ্ট সেনা। এমনই মনে করছে তথ্যাভিজ্ঞমহল। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, বিদ্যুৎ নিয়ামক সংস্থা, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থের শীর্ষপদে প্রাক্তন সেনা আধিকারিকদের নিয়োগের পরেই ইমরান খান সরকারের উপর সেনার নিয়ন্ত্রণ কায়েমের বিষয়টি চর্চায় এসেছে। এখন ইমরান সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে ১২ জন বর্তমান এবং প্রাক্তন সেনা আধিকারিক রয়েছেন। যা নিয়ন্ত্রণ কায়েমের জল্পনাতেই সিলমোহর দিয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
নির্বাচনী প্রচার পর্ব থেকেই ইমরান খানের সঙ্গে পাকিস্তানি সেনার যোগসাজশ নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদে ৪৬ শতাংশ আসন পায় ইমরানের দল। সরকার গড়ার জন্য ইমরানের হয়ে ছোট দলগুলির সমর্থন জোটাতে সেনা হস্তক্ষেপ করে বলেও অনেকে জানিয়েছিলেন। এখন প্রশাসনে এতজন সেনাকর্তার উপস্থিতি ইমরানের নিয়ন্ত্রণ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।