‘আমার ভাইয়ের রক্তে রাঙানো..’ জেনে নিন ভাষা শহীদদের স্মরণে লেখা এই বিখ্যাত গানের ইতিহাস
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি পুলিশ ভাষা আন্দোলনকারী ছাত্রদের মিছিলে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ ছাত্র হতাহত হন। সেসময় ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফফার চৌধুরী ঢাকা মেডিক্যাল কলেজে যান আহত ছাত্রদের দেখতে। ঢাকা মেডিক্যাল কলেজের আউটডোরে তিনি মাথার খুলি উড়ে যাওয়া একটি লাশ দেখতে পান, লাশটি ছিল ভাষা সংগ্রামী রফিকের।
লাশটি দেখে তাঁর মনে হয়, এটা যেন তাঁর নিজের ভাইয়েরই রক্তমাখা লাশ। তৎক্ষণাৎ তাঁর মাথায় গানের প্রথম দুটি লাইন আসে। পরে কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে তিনি গানটি লেখেন। ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি ‘একুশের গান’ শিরোনামে প্রকাশিত হয়। ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে সংকলনে’ও এটি প্রকাশিত হয়।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলে হারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনা দেশের রক্ত রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।”
এতে প্রথমে সুর দিয়েছিলেন গীতিকার-সুরকার ও শিল্পী আবদুল লতিফ। পরবর্তী সময়ে এতে সুর সংযোজন করেন আরেক সুরস্রষ্টা আলতাফ মাহমুদ।