দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমল

February 21, 2022 | 2 min read

ওমিক্রন-সহ করোনার নানা স্ট্রেনের দাপট কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে দেশ। একদিনে যেমন অনেকটাই কমল সংক্রমণ। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও। ফলে বিভিন্ন রাজ্যে শিথিল হচ্ছে কোভিডবিধি। চলছে ছন্দে ফেরার চেষ্টা। তবে গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী দেশের দৈনিক পজিটিভিটি রেট।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৯ হাজারের বেশি। একলাফে অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২ হাজার ১৩১। এক শতাংশেও নিচে নেমে গিয়েছে অ্য়াকটিভ কেস (০.৪৭ শতাংশ)। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট কমে ১.৯৩ শতাংশ। যা গতকালের তুলনায় বেশি। তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। এদিকে, সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার দিকে হাঁটতে চলেছে ব্রিটেনও। পর্যটকদের জন্য দেশের সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন।

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও খানিকটা চিন্তায় রাখছে ভারতের মৃত্যুহার। যদিও গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অনেকখানি কমল। দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০৬ জন। গতকালের পরিসংখ্যানে যা ছাড়িয়েছিল ছ’শোর গণ্ডি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১২ হাজার ১০৯ জন।

তবে এই উদ্বেগের মাঝেও আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ২৮৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ৯০১ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৫ কোটি ৪৬ হাজারের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৮ লক্ষের ৩১ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona, #covid 19, #Corona pandemic, #India Fights Corona

আরো দেখুন