পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ৫ বছরের কারাদণ্ড লালুর
এবার ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৬০ লাখ টাকা জরিমানা করা হল। বিশেষ আদালতের বিচারক এস কে শশী এ রায় দিয়েছেন। লালুর আইনজীবী জানান, জামিনের জন্য আরও আবেদন করা হবে। কিন্তু জামিন না পাওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে লালুকে।
প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত চারটি মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন লালু। তবে বর্তমানে জামিনে রয়েছে। তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে নিম্ন আদালত বা ট্রায়াল কোর্ট তাকে স্বস্তি দেয়নি। গত ১৫ ফেব্রুয়ারি, সিবিআই-এর বিশেষ আদালত লালু এবং অন্যান্য অভিযুক্তকে ১৩৯.৫ কোটি টাকার ডোরান্ডা ট্রেজারির সঙ্গে জড়িত পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত করে। আদালত সেদিন সাজা ঘোষণা করেনি। আজ আদালতের কার্যক্রম অনলাইনে হয়েছে, লালু অনলাইনে যোগ দিয়েছিলেন।