স্কুলে গায়ত্রী মন্ত্র পাঠের নিদান বিজেপি শাসিত বৃহন্মুম্বাই পুরসভার, বিতর্ক দেশজুড়ে

স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের এ হেন দাবিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন চলাকালীন নতুন করে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের।

February 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বেশ কিছুদিন ধরেই হিজাব বিতর্ক নিয়ে উত্তাল বিজেপি শাসিত কর্ণাটক। যার আঁচ এখন কর্ণাটকের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়েই।

সেই বিতর্কের অবসান হওয়ার আগেই এবার আরও এক বিতর্কের সূত্রপাত হল মুম্বইয়ে। বৃহন্মুম্বাই মিউনিপ্যাল কর্পোরেশন পরিচালিত সব স্কুলে গায়ত্রী মন্ত্র জপ ও ভাগবত গীতা পাঠ আবশ্যিক করার দাবিতে এবার সোচ্চার হলেন বিজেপি কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলর যোগিতা কলি ভগবত গীতাকে সকলের জন্য ‘জীবন শেখার পাঠ’ বলে অভিহিত করেছেন। বিজেপি নেতা ভালচন্দ্র শিরসাত বলেন, স্কুলে ‘গায়ত্রী মন্ত্র’ এবং ভগবত গীতা পাঠ করা আবশ্যক হওয়া উচিত। স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের এ হেন দাবিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন চলাকালীন নতুন করে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen