রাজ্য বিভাগে ফিরে যান

কোনও কিছু করতে গেলেই বাধা দিচ্ছেন, রাজ্যপালকে ফের তোপ মমতার

February 21, 2022 | < 1 min read

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গভর্নর ফেরত পাঠিয়েছেন ফাইল। আমি নিজে চিফ মিনিস্টার সই করে ফাইল পাঠিয়েছি। বলেছেন, ক্যাবিনেটে করে (মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত পাশ করিয়ে) পাঠাও।’’

মমতার দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ‘ভয়েস অফ দ্য ক্যাবিনেট’। কিন্তু তবুও তিনি ভদ্রতা মেনে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিষয়টি পাঠিয়েছেন। রাজ্যপালের নাম না করে মমতা বলেন, ‘‘কয়েকটি মুখ, যাঁদের আমি শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করি না। অশ্রদ্ধা করা কথাটা আমার রুচিতে বাধে। কোনও কিছু করতে গেলেই বাধাদান করা একটা কাজ। না জেনেই।’’ তাঁর কথায়, ‘‘আমি জানি না, কেন এগুলো করছেন। অকারণে বিলম্ব করা হচ্ছে।’’

সরকারি সূত্রের খবর, মার্চের গোড়ায় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর জন্য রাজ্যপালের কাছে বিধি মেনে প্রস্তাব পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ‘সাংবিধানিক পদ্ধতিগত প্রশ্ন’ তুলে মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব ফেরত পাঠান রাজ্যপাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Mamata Banerjee

আরো দেখুন