রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় বাংলার কোভিড আক্রান্তের সংখ্যা নেমে ২০০-এ, দৈনিক সংক্রমণের হার ১ শতাংশের নীচে

February 21, 2022 | < 1 min read

মহামারীর তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে আরও সুস্থতার পথে বাংলা। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার। নিম্নমুখী অ্য়াকটিভ রোগীর সংখ্যাও। তবে এর মাঝেও কাঁটা হয়ে রয়েছে কলকাতার করোনা (Coronavirus) চিত্র। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ হয়েছেন ২০০ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। যা রবিবারের চেয়ে বেশ কম। সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ জন।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.৯৪ শতাংশ, যা সামান্য ঊর্ধ্বমুখী। মাঝে এই হার কমে এসেছিল ০.৭০ শতাংশে। সেই তুলনায় সোমবারের পজিটিভিটি রেট কিছুটা চিন্তার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২১,৩৭১ টি। যার মধ্যে ০.৯৪ শতাংশ রিপোর্ট পজিটিভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Corona Virus, #covid-19

আরো দেখুন