উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ঋদ্ধিকে দলে ফেরাতে সৌরভকে চিঠি অশোকের

February 22, 2022 | < 1 min read

ঋদ্ধিমান সাহাকে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে ফের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। রাজ্যের পুরমন্ত্রী থাকার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অশোক ভট্টাচার্যের ঘরোয়া সম্পর্ক গড়ে ওঠে। এখনও শিলিগুড়িতে এলে সৌরভ অশোকবাবুর বাড়িতে যান। তাঁর স্ত্রীর মৃত্যুতেও সৌরভ শোকবার্তা পাঠিয়েছেন। সেই সম্পর্কের জায়গা থেকে তিনি এই অনুরোধ জানিয়েছেন বলে দাবি অশোকবাবুর। ঋদ্ধিমান সাহা বাদ পড়ায় নিজের এবং শহরবাসীর যন্ত্রণার কথা তিনি চিঠিতে তুলে ধরেছেন। চিঠিতে অশোকবাবু সৌরভকে লিখেছেন, আমাদের পাপালি অর্থাৎ ঋদ্ধিমান শিলিগুড়ির গর্ব। তোমাদের দু’জনকে নিয়ে বাংলার আবেগ। ঋদ্ধিমান সাহাকে টেস্ট দল থেকে বাদ দেওয়ায় আমরা দুঃখ পেয়েছি। তোমাকেও ষড়যন্ত্র করে অন্যায়ভাবে বাদ দেওয়ার সময় এরকমই দুঃখ পেয়েছিলাম। ঋদ্ধিমান বাদ পড়ায় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গবাসী হতাশ। 


অশোক ভট্টাচার্য সৌরভকে অনুরোধ জানিয়েছেন, যদি সম্ভব হয় তাহলে ঋদ্ধিমান সাহাকে পুনরায় ভারতীয় টেস্ট ক্রিকেট দলে নেওয়ার দিকটি বিবেচনা করুক বোর্ড। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত সম্পর্ক থেকেই তাঁর এই অনুরোধ। এদিন অশোকবাবু ই-মেল করে এই চিঠি সৌরভকে পাঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #Wriddhiman Saha, #Ashok Bhattacharyya

আরো দেখুন