রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের গতি, দৈনিক মৃতের সংখ্যা দশের নীচে
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ১৭ জন। চতুর্থ স্থানে জলপাইগুড়ি। সেখানে একদিনে সংক্রমিত ১৫ জন।
Authored By:

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। অনেকটাই কমেছে রাজ্যের সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় সামান্য হলেও বাড়ল সংক্রমণ। একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। পজিটিভিটি রেট ০.৮৪ শতাংশ। করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৩১ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ২৯ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ৪১।
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ১৭ জন। চতুর্থ স্থানে জলপাইগুড়ি। সেখানে একদিনে সংক্রমিত ১৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৩, ৭৮৯।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ১৫২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১, ২৩৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯, ৮৯,২০০। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।