দেশ বিভাগে ফিরে যান

পেগাসাস মামলার শুনানি পেছাল শীর্ষ আদালত, বুধবারের পরিবর্তে শুনানি হবে শুক্রবার

February 23, 2022 | < 1 min read

বুধবারের পরিবর্তে শুক্রবার পেগসাস মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

মামলাটির শুনানি বুধবার হওয়ার কথা থাকলেও, সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার অবধি মামলার স্থগিতাদেশের আর্জি জানান। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনের নেতৃত্বাধীন বেঞ্চ তাতে সম্মত হয়।

পেগাসাস ইস্যুটি প্রকাশ্যে এসেছিল গতবছর বাদল অধিবেশনের আগে। শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। সংসদে এই নিয়ে ঝড় তুলেছিলেন বিরোধীরা। পেগাসাস ইস্যুতে দীর্ঘ প্রায় এক বছর ধরে দেশের রাজনীতি উত্তাল হয়। মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত।

গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট ৩ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি আরভি রবীন্দ্রন।

অবৈধ নজরদারির এই মামলায় গত বছরের ২৭ অক্টোবর বিশেষজ্ঞ কমিটি গড়েছিল শীর্ষ আদালত। তারপর শুক্রবারই প্রথম শুনানি হবে পেগাসাস মামলার। কেন্দ্রের সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার অনুরোধে শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্ট। বিশেষজ্ঞ কমিটি অন্তর্বর্তী রিপোর্ট দাখিল করেছে। শুক্রবার এই বিষয়ে ১২টি জনস্বার্থ আবেদন নথিভুক্ত করেছে সুপ্রিম কোর্ট।

আবেদনকারীদের তালিকায় এডিটরস গিল্ড রয়েছে, নাম রয়েছে প্রবীণ সাংবাদিক এনরাম এবং শশী কুমারের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Supreme Court of India, #Pegasus, #Pegasus Spyware

আরো দেখুন