পুরভোটে কি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন? সিদ্ধান্ত কমিশনের ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্ট
১০৮টি পুসভার আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে কিনা তা সিদ্ধান্ত নিতে কমিশনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ইন্সপেক্টর জেলারেল অব পুলিশের সঙ্গে কমিশনকে যৌথ বৈঠক করতেও পরামর্শ দিয়েছে কমিশন। তারপরেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি এবং পুলিশ কর্তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন। এই বৈঠকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি এবং পুলিশ কর্তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন। এই বৈঠকে ১০৮ টি পুরসভার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে লিখিত আকারে নিজেদের মতামত জানাবে। হাইকোর্ট বলেছে, যদি কোথাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন না হয় তাহলে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করার দায়িত্ব ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনারের।
পুর নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কিনা তা দেখতে হবে নির্বাচন কমিশনকে, এবং কোথাও বিধি ভঙ্গ হলে অবিলম্বে তা বন্ধ করতে হবে। কাঁথি পুরসভার সব ইভিএম-এ পেপার সিল থাকবে কমিশনের। এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ।