১৫,০০০ এর নিচে দেশের দৈনিক করোনা সংক্রমণ
বিধিনিষেধ এড়িয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। অধিকাংশ রাজ্যে খুলে গিয়েছে স্কুল-কলেজও। স্বস্তির খবর হল, এসবের পরেও দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা সেভাবে বাড়েনি। বরং যত দিন যাচ্ছে ততই করোনা থেকে মুক্তির ইঙ্গিত পাচ্ছে দেশ। এরপর করোনার আরও ভয়ংকর ভ্যারিয়েন্টের আগমন ঘটার সম্ভাবনা থাকলেও, আপাতত যে ভারত করোনা থেকে মুক্তির পথে এগোচ্ছে, সেটা বলে দেওয়াই যায়।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। এই নিয়ে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের দৈনিক আক্রান্ত থাকছে ২০ হাজারের নিচে। এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ১.২২ শতাংশ। এই পজিটিভিটি রেটও আগের দিনের থেকে বেশ খানিকটা কম। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহে যেমন কমেছে তেমনই কমেছে দেশের মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩০২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষ ৫৫ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।