রাজ্য বিভাগে ফিরে যান

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে হয়রান করা হচ্ছে, নাম না করে রাজ্যপালকে তোপ মুখ্যমন্ত্রীর

February 24, 2022 | < 1 min read

বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হয়রান করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার স্টুডেন্ট কার্ড বিলির অনুষ্ঠানে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না করে এই বক্তব্যের জন্যে দায়ী করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। এদিন মুখ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে হুমকি দিচ্ছেন এবং অডিট করার কথা বলছেন। মনে রাখতে হবে এটা কারও একার কাজ নয়। সবাই সম্মিলিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের জন্যে এই কাজ করছে”।

উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্যপাল জগদীপ ধনখড় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছিলেন। সে প্রসঙ্গ টেনেই এদিন বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার ভাল। রাশিয়া, অস্ট্রেলিয়া গেলেও খুঁজে পাবে। সবথেকে বেশি নোবেল এখান থেকে পেয়েছেন।”

প্রসঙ্গত, আজ প্রতিশ্রুতিপূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের সুবিধার্থে তাদের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিযামে ৫ হাজার পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Mamata Banerjee

আরো দেখুন