উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ধূপগুড়িতে আতঙ্ক! ৮ ঘণ্টা পর জামগাছের মগডাল থেকে চিতাবাঘ উদ্ধার বনকর্মীদের

February 25, 2022 | < 1 min read

দীর্ঘ আট ঘণ্টার লড়াইয়ের পর শেষমেষ খাঁচাবন্দি করা সম্ভব হল ধূপগুড়ির চিতাবাঘকে। ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হল সেটিকে। সকাল থেকে বেশ কয়েকবার ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার চেষ্টা করেন বনকর্মীরা, সেই সঙ্গে ফাটানো হয় পটকা। এরই মধ্যে শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বনকর্মীদের চিতাবাঘ উদ্ধারের কাজ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বন দপ্তরের কর্তারা। শহরের একদম ঘিঞ্জি এলাকা বলে দুশ্চিন্তায় ছিলেন বনকর্তারা। শেষে বিকেল নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় চিতাবাঘটিকে। পরে বনকর্মীরা মই বেয়ে সেই জাম গাছ থেকে নামিয়ে আনে চিতাবাঘকে। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানায় বনদপ্তর।

শুক্রবার সকালে হঠাৎই ধূপগুড়ি বসাকপাড়ায় এক বাসিন্দার ঘরে ঢুকে পড়ে চিতাবাঘটি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা চলে আসেন। স্থানীয়দের তাড়া খেয়ে চিতাবাঘটি এক জাম গাছে আশ্রয় নেয়। আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। চিতাবাঘকে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষদের কাছে যেতে নিষেধ করেন বনকর্মীরা। সেই নিষেধ উপেক্ষা করেই দলে দলে মানুষ চলে জড়ো হয় কাঁঠাল গাছের তলায়। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিস ও বন দপ্তর। ঘটনাস্থল ঘিরে রাখে বিশাল পুলিশবাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

#forest department, #Dhupguri, #Leopard

আরো দেখুন