মার্কিন ইতিহাসে এই প্রথম! কৃষ্ণাঙ্গ মহিলাকে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত করলেন বাইডেন
কৃষ্ণাঙ্গ মহিলা কেতনজি ব্রাউন জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। বাইডেনের এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী বিচারপতির পদে মনোনয়ন পেলেন। গত ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি স্টিফেন ব্রেয়ারের অবসরের কথা ঘোষণা করেন বাইডেন। সেসময়ই তিনি তিনি ঘোষণা করেছিলেন যে এই পদে তাঁর জায়গা নেবেন একজন কৃষ্ণাঙ্গ মহিলা।
বাইডেনের মনোনয়ন পেলেই যে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া যাবে বিষয়টি অতটা সহজ নয়। তার মনোনয়নের পর সিদ্ধান্ত নেবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। সিনেটের অনুমোদন পেলে তবেই বিচারপতি হতে পারবেন বাইডেনের মনোনীত প্রার্থী কেতনজি ব্রাউন জ্যাকসন।
এর আগে বাইডেন কেতনজি জ্যাকসনকে আস্থার ভোট দিয়েছিন। গতবছর, তিনি তাকে যুক্তরাষ্ট্রের সার্কিট কোর্ট অব আপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার দায়িত্ব দেন। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেডারেল প্যানেলগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এবং সুপ্রিম কোর্টের যথেষ্ট সম্পর্ক রয়েছে এর সঙ্গে। সিনেটে জ্যাকসনের সেই চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত হয় ভোটাভুটির মাধ্যমে।
হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক করা জ্যাকসন সিনেটে ডেমোক্রেটদের পূর্ণ সমর্থন পান এবং রিপাবলিকানদের তিনটি ভোট পান।