আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহে ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়া বাতিল ভারতের

February 26, 2022 | < 1 min read

রাষ্ট্রসংঘে ইউক্রেনের উপর হামলা চালানোয় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি ভারত। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি রাশিয়াকে সমর্থন করছে নয়াদিল্লী? তবে সেই প্রস্তাবকে সমর্থন করেছে ইংল্যান্ড। এবার তাদের সঙ্গে সামরিক মহড়া বাতিল করল ভারত।

৬ থেকে ২৭ পর্যন্ত ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে কোবরা ওয়ারিয়র-২০২২ সামরিক মহড়া। সেখানে অংশ নেবে একাধিক দেশ। ওয়েডিংটনে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানঘাঁটিতে পৌঁছে যাওয়ার কথা ছিল ভারতের পাঁচটি তেজস যুদ্ধবিমানের। ব্রিটিশ বিমানবাহিনীর সঙ্গে কাল্পনিক যুদ্ধের মহড়া করার কথা ছিল বিমানগুলির। দুই বাহিনীর মধ্যে সামঞ্জস্য ও কৌশলগত বোঝাপড়া দৃঢ় করাও ওই মহড়ার অন্যতম উদ্দেশ্য।

কিন্তু ব্রিটেনের বিমানবাহিনীর সঙ্গে ‘কোবরা ওয়ারিয়র-২০২২’ মহড়া বাতিল করেছে ভারতীয় বায়ুসেনা। এই সিদ্ধান্তের কথা টুইট করে বায়ুসেনা জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির (পড়ুন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ) কথা মাথায় রেখে কোবরা ওয়ারিয়র-২০২২ সামরিক মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনে যুদ্ধের আবহে পশ্চিমের সঙ্গে কোনও ধরনের সামরিক মহড়ায় যেতে চায় না ভারত। কারণ, এর ফলে রাশিয়ার কাছে নেতিবাচক বার্তা যাবে। আর লন্ডনের চাইতে ভারতের প্রতিরক্ষা ও বিদেশনীতির জন্য মস্কো যে বেশি গুরুত্বপূর্ণ সেই বার্তাও স্পষ্ট দিল নয়াদিল্লী।

TwitterFacebookWhatsAppEmailShare

#UK, #Indian Air Force, #Russia Ukraine Conflict

আরো দেখুন