আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

রাশিয়ার দেখাদেখি এবার তাইওয়ান আক্রমণের প্রস্তুতি চিনের?

February 27, 2022 | 2 min read

ছবি সৌজন্যেঃ Getty Images

এই মুহূর্তে গোটা বিশ্ব উদ্বিগ্ন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। এই ঘটনায় রাশিয়ার যুদ্ধনীতির সমালোচনা করেছে চিন। কিন্তু, এরই মধ্যে চিনের একটি পদক্ষেপ বারবার প্রশ্ন তুলছে, এবার কি জিংপিংয়ের নিশানায় তাইওয়ান? ফের দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি? তাইওয়ান মিডিয়ার খবর অনুযায়ী, চিনের দুটি যুদ্ধ বিমান তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন’ (ADIZ)-এ প্রবেশ করেছিল ২৩ ফেব্রুয়ারি বুধবার। এরপরেই পালটা রেডিওতে সতর্কবার্তা জারি করে তাইওয়ান। এছাড়াও ব্যবহার করা হয় ‘এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম”। লাল ফৌজের যুদ্ধ বিমানগুলি ADIZ-এ আর প্রবেশ করছে কিনা, সেই দিকেও দেওয়া হয় বিশেষ নজর।

তবে চিন-তাইওয়ান এবং রাশিয়া-ইউক্রেনের সমস্যা কখনও এক নয়, দাবি চিনের বিদেশ মন্ত্রকের। কয়েক সপ্তাহ আগে বরিস জনশন আশঙ্কা প্রকাশ করে বসেছিলেন, তাওয়ানও চিনের আগ্রাসনের শিকার হতে পারে। যদিও চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছিলেন, তাইওয়ান চিনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তা আইনসঙ্গত ও সত্য।


উল্লেখ্য, তাইওয়ান একটি আলাদা রাষ্ট্র হলেও তাকে চিন নিজের অংশ হিসেবেই মনে করে। সীমান্ত ও কর্তৃত্ব নিয়ে এই বিবাদ দীর্ঘদিনের। তাইওয়ান-চিন সম্পর্কে আমেরিকার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ইউক্রেনে এখনও পর্যন্ত সৈন্য পাঠায়নি আমেরিকা। অন্যদিকে, চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে।


সেক্ষেত্রে তাইওয়ানের উপর চিন হামলা করলেও কি নীরব দর্শকের ভূমিকায় দেখা যাবে আমেরিকাকে? অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে তাইওয়ান। সংশ্লিষ্ট দেশের একজন সাংসদ Wang Ting Yu রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বলেন, “আমরা শুধু বসে বসে দেখব না একজন বড় ক্ষমতাধর দেশ প্রতিবেশী একটি ছোট দেশকে গ্রাস করছে। সকলের এই ঘটনায় এক হয়ে প্রতিবাদ করা উচিত।” উল্লেখ্য, ১৯৪৯ সালে চিন এবং তাইওয়ান আলাদা হয়। এদিকে পুতিনের থেকে বিস্তর ভিন্ন চিন্তাধারার ব্যক্তি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগেও তিনি অন্যান্য দেষ যেমন জর্জিয়ার বিরুদ্ধে সেনা ব্যবহার করেছেন।

কূটনীতিবিদরা বলছেন, যুদ্ধে যাওয়ার পরিবর্তে সেনা অভিযান বাড়ানোর পক্ষে জিনপিং। সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে না হতেই আরও একটি যুদ্ধ দেখতে হবে না তো বিশ্ববাসীকে? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Taiwan, #china, #russia, #Aircraft

আরো দেখুন