যুদ্ধ থামাতে বেলারুশে রাশিয়ার সাথে শান্তি প্রস্তাবের আলোচনায় বসতে রাজি ইউক্রেন

বেলারুশে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে ইউক্রেন

February 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শেষমেশ কাটল জট। বেলারুশে (Belarus) রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে ইউক্রেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) মধ্যেই আশার আলো জ্বলে উঠল এই খবরে। রাশিয়ার (Russia) সরকারি সংবাদমাধ্যম দাবি করেছে, বেলারুশেই খুব শীঘ্র বৈঠকে বসবেন দুই দেশের আধিকারিকরা। তবে এই বৈঠক কবে হবে, সেটা এখনও জানা যায়নি।

যুদ্ধ শুরু করার তিন-চার দিন পরে, আজ, রবিবার রাশিয়া বেলারুশে একটি প্রতিনিধি দল পাঠায়৷ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত রাশিয়া। কিন্তু রাশিয়া চাইলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মস্কোর এই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, বৈঠকে বসতে তিনি রাজি, তবে তা বেলারুশে নয়।

কেন? কারণ, জেলেনস্কি জানান, রাশিয়া বেলারুশ থেকেই ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। বেলারুশ সাহায্য করছে রাশিয়াকে। বেলারুশ এখন ইউক্রেনের ত্রাস। আর রাশিয়া সেখানেই শান্তি আলোচনা চাইছে, এটি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই বেলারুশে বৈঠকে বসতে কোনওভাবেই সহমত নন বলেই জানিয়েছিলেন জেলেনস্কি৷

তিনি জানান, বেলারুশ বাদ দিয়ে ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তানবুল, বাকু– এমন যে কোনও জায়গায় এই দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। কিন্তু তাঁর প্রস্তাবে মস্কো রাজি হয়নি। তারা জানিয়ে দেয়, বেলারুশেই আলোচনা করবে তারা। শেষমেশ সে কথাই মেনে নিলেন জেলেনস্কি।

শনিবার রাতভর ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। রবিবার বেলার দিকে খবর আসে, কিয়েভের পরে খারকভ শহরও মস্কো বাহিনী দখল করে নিয়েছে। যদিও রুশ মিডিয়ার এই দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কির জানিয়েছেন, রাজধানী কিয়েভ এবং খারকভ দখল করতে পারেনি রাশিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen