দেশ বিভাগে ফিরে যান

ইউক্রেনের যুদ্ধের প্রভাব ভারতের কৃষিবাজারে, আকাশ ছোঁয়া সারের দাম

March 1, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: Fertilizer Machine

ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণে এশিয়ার একঝাঁক দেশে কৃষি ও শস্য-সঙ্কটের ছায়া দীর্ঘতর হচ্ছে। সবথেকে বড়  ধাক্কা খেতে চলেছে ভারত। সারের দাম আকাশছোঁয়া হতে চলেছে। সদ্য পেশ হওয়া বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সারের উপর ভর্তুকি কমিয়ে দিয়েছেন। এর জেরে কৃষকদের সঙ্কট তীব্রতর হতে চলেছে বলেই আশঙ্কা। প্রবল চাপ তৈরি হয়েছে অর্থমন্ত্রকের উপরও। পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে কোনও নিশ্চিত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। ভর্তুকির যে লক্ষ্যমাত্রা বাজেটে স্থির করা হয়েছিল, সেটি বৃদ্ধি করা হোক বলেই দাবি করেছে কর্পোরেট মহল। কারণ একটাই। সারের মূল্যবৃদ্ধি সরাসরি শস্য উৎপাদনে বিরূপ প্রভাব ফেলতে চলেছে। 

গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে ফসল উৎপাদন কোনওভাবেই কমানো চলবে না বলেই মোদী সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছিল। কিন্তু এই যুদ্ধের জেরে ভারত সরকার প্রবল উদ্বেগে। রাশিয়া ও ইউক্রেন, দু’দেশের সঙ্গেই ভারতের বৈদেশিক বাণিজ্য গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। ওই বাণিজ্যের কেন্দ্রে রয়েছে সার। রাশিয়া থেকে সার আমদানির লক্ষ্যে ভারত মাত্র ৬ মাস আগেই মস্কোয় গিয়ে চুক্তি করে এসেছে। পটাশ, ফসফেট, ইউরিয়া রাশিয়া থেকে আমদানি করে দেশে সারের সঙ্কট সামাল দিতে মোদী সরকার দীর্ঘমেয়াদি সমাধান চেয়েছিল। বস্তুত সেই ভরসাতেই বাজেটে ভর্তুকি কমেছে। কিন্তু হঠাৎ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ব্যাঙ্কিং ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা জারি করায় আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে মস্কোয়। ফলে রপ্তানি করলেও রাশিয়া আন্তর্জাতিক দুনিয়া থেকে পেমেন্ট পাবে না। বিশেষ করে সেন্ট্রাল ব্যাঙ্কের উপর আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞায় রুশ ব্যাঙ্কিং ব্যবস্থা সঙ্কটে। ফলে ভারতের সার আমদানিও অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থনীতির ঘুরে দাঁড়ানোয় গ্রামীণ অর্থনীতির উপর নির্ভর করেছে মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#farming, #Fertilizers, #Ukraine border Russia

আরো দেখুন