করোনাকালের পর প্রথম পুর-বাজেট পেশ, কমল ঘাটতি
উঠে গেল সংযুক্ত এলাকা বা অ্যাডেড এরিয়ার তকমা। এখন থেকে সেগুলিকে বলা হবে ব্যাকওয়ার্ড কিংবা পিছিয়ে পড়া ওয়ার্ড। শুধুমাত্র ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ড নয়। প্রয়োজনে কলকাতার মূল পুর এলাকার ১ থেকে ১০০ ওয়ার্ডের মধ্যেও যে সমস্ত এলাকায় এখনও ঠিকঠাক উন্নয়ন হয়নি, তাকেও পিছিয়ে পড়া এলাকার মধ্যে ধরা হবে। বুধবার কলকাতা পুরসভার বাজেট পেশ করতে গিয়ে একথা জানান মেয়র ফিরহাদ হাকিম।
এদিন ছিল পুরসভার নতুন বোর্ডের প্রথম বাজেট। আগামী অর্থবছরের বাজেট (২০২২-২৩) পেশ করতে গিয়ে ফিরহাদ বলেন, এবার থেকে আর অ্যাডেড এরিয়া বলে কিছু থাকবে না। ব্যাকওয়ার্ড এরিয়া হিসেবে ধরে নেওয়া হবে। এবং সেইসব ওয়ার্ডের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে অর্থ বরাদ্দ করবে পুরসভা। উদাহরণ হিসেবে মেয়র যেমন সংযুক্ত এলাকার ১০৮, ১০৯, ১২৭, ১২৮, ১৩৮, ১৪০ ও ১৪১ নম্বর ওয়ার্ডের প্রসঙ্গ টেনেছেন, তেমনি পুরনো পুর এলাকার বাইপাস সংলগ্ন ৫৭, ৫৮ নম্বর ওয়ার্ডের কথা উল্লেখ করেছেন।
অন্যান্য বছর বাজেটে সংযুক্ত এলাকার জন্য আলাদা করে ১০০ কোটি টাকা বরাদ্দ ধরা থাকে। কিন্তু এবারের বাজেটে তেমন কোনও উল্লেখ নেই। পুরসভা সূত্রে খবর, বেহালা, জোকা, ঠাকুরপুকুর, বাইপাস সংলগ্ন কসবা, কালিকাপুর, মুকুন্দপুর সহ বিস্তীর্ণ সংযুক্ত এলাকার কাউন্সিলারদের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের প্রস্তাব জানাতে বলা হয়েছে। সেই মতো অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে।
এদিনের বাজেটে মেয়র স্বীকার করে নিয়েছেন, করোনাকালে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেয়েছে। পাশাপাশি বেড়েছে খরচ। তা সত্ত্বেও কলকাতা পুরসভার বাজেট ঘাটতি কমানো গিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে মোট আয় ধরা হয়েছে ৪ হাজার ২৩৩ কোটি ১১ লক্ষ টাকা। মোট ব্যয় ধার্য হয়েছে ৪ হাজার ৪১০ কোটি ১১ লক্ষ টাকা। অর্থাৎ বাজেট ঘাটতি ১৭৭ কোটি টাকা। গত ২০২১-২২ অর্থবর্ষে এই বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৫৮০ কোটি ৭৫ লক্ষ টাকা। এটাই ছিল নতুন পুর বোর্ডের প্রথম বাজেট। সেই অর্থে পুরসভায় গত দু’বছর পর প্রথাগতভাবে বাজেট পেশ হল। এবার পুরবোর্ড বাজেট পেশ করেছে। গত দু’বছরে প্রশাসক বোর্ড বাজেট পেশ করেছিল।