রাজ্যের মূক-বধির শিশুদের ২০ লক্ষ চিকিৎসা খরচ দেবে পশ্চিমবঙ্গ সরকার
স্বাস্থ্যভবনের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস সেই ব্যবস্থা করবে।
March 4, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের মূক-বধির শিশুদের ২০ লক্ষ চিকিৎসা খরচ হিসেবে ছ’লক্ষ টাকার কৃত্রিম অন্তঃকর্ণ বা ককলিয়া যন্ত্র সহ মোট ১৫ থেকে ২০ লক্ষ টাকার চিকিৎসা খরচ বহন করবে রাজ্য সরকার।
এতদিন এই খরচ দিত কেন্দ্রীয় সরকার। কিন্তু চাহিদার তুলনায় জোগান ছিল অনেক কম। প্রায় ১০০ জন শিশু অপেক্ষায় থাকলেও বছরে মাত্র পাঁচটি যন্ত্র মিলত। এরপরই স্বাস্থ্যভবন সিদ্ধান্ত নেয়, যেসব মূক ও বধির শিশুর এই যন্ত্র ও চিকিৎসার প্রয়োজন, তাদের যাবতীয় খরচ রাজ্য সরকারই বহন করবে।
স্বাস্থ্যভবনের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস সেই ব্যবস্থা করবে। বৃহস্পতিবার ছিল ওয়ার্ল্ড হেয়ারিং ডে। এই উপলক্ষে পিজি হাসপাতালের ইএনটি বিভাগ একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই বিভাগ সূত্রে এ খবর জানা গিয়েছে।