কলকাতা জেলা সম্মেলনে গান গেয়ে শীর্ষ নেতৃত্বকে তুলোধনা প্রতিনিধিদের, বিপাকে সিপিআইএম
সদ্য তাহেরপুর পুরসভা জিতে একটু অক্সিজেন পেয়েছিল সিপিআইএম নেতারা। একাধিক হারের পর জয়ের মুখ দেখতে শুরু করে কলকাতা পুরসভার নির্বাচন থেকে। তারপর ১০৮টি পুরসভার মধ্যে একটি পেয়েছে তারা। কিন্তু জেলা সম্মেলনে উঠে এসেছে কলকাতার নেতারা বাড়ি আর পার্টি অফিস যাওয়া ছাড়া অন্য কোথাও যান না। ফলে জনসংযোগ গড়ে উঠছে না। এবার জেলা সম্মেলনে স্ত্রী ছবির গান গেয়ে প্রতিবাদে সরব হলেন এক কমরেড। আর তাতেই আলোড়ন পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছে জেলা সম্মেলনে? সিপিআইএমের কলকাতা জেলা সম্মেলনে এক কমরেড গান গেয়ে উঠলেন, ‘খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। এর বাইরেও জগত আছে, তোমরা জানো না।’ তখন শীর্ষ নেতৃত্ব সভায় উপস্থিত বলে সূত্রের খবর। শীর্ষ নেতৃত্বকে তুলোধনা করতেই সম্মেলনের মঞ্চে এমন গান করলেন বলে মনে করা হচ্ছে। কার্যত মেছো হাটে পরিণত হল কলকাতা জেলা সম্মেলনের প্রথম দিন। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে সিপিআইএমের কলকাতা জেলা সম্মেলনে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বাইরে মুখ খুলতে সবাইকে নিষেধ করা হয়েছে। কিন্তু তারপরও ঘটনাটি জানাজানি হয়ে গেল। এদিন পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। সম্মেলনের উদ্বোধন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তার পরেই ঘটে যায় চাঞ্চল্যকর পরিস্থিতি।
এই ঘটনা প্রকাশ্যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান বিমান বসু। একের পর এক প্রতিনিধিরা আলিমুদ্দিনের নেতৃত্বের মুণ্ডুপাত করেন। জোট নিয়ে শীর্ষ নেতৃত্বকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন প্রতিনিধিরা। বুথ কমিটি আগে গঠন করা হয়নি কেন? কেন বুথে পোলিং এজেন্ট ছিল না? কেন পার্টির বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়নি? এমন সব প্রশ্নবাণও সহ্য করতে হয় আলিমুদ্দিনের কর্তাব্যক্তিদের।