ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরাতে আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী

টুইটেই বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোদী সরকারের উদ্দেশ্যে, তিনি লেখেন, “পড়ুয়াদের দেশে ফেরাতে এতো সময় লাগছে কেন? কেন আগে থেকেই প্রস্তুতি শুরু করা হল না?”

March 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক সপ্তাহেরও বেশি সময় যাবৎ চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যুদ্ধপীড়িত ইউক্রেনে আটকে পড়েছেন অগুণিত ভারতীয় পড়ুয়া। আটকে থাকা পড়ুয়াদের জন্য চিন্তিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের দেশে ফেরাতে মোদী সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ইউক্রেন ইস্যুতে একটি টুইটও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানিয়েছেন, “ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে আমি খুবই চিন্তিত। জীবন খুবই মূল্যবান।” টুইটেই বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোদী সরকারের উদ্দেশ্যে, তিনি লেখেন, “পড়ুয়াদের দেশে ফেরাতে এতো সময় লাগছে কেন? কেন আগে থেকেই প্রস্তুতি শুরু করা হল না?”

দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের প্রতি পড়ুয়াদের দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন। তিনি লিখছেন, “আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব পর্যাপ্ত সংখ্যক বিমানের ব্যবস্থা করে আটকে থাকা পড়ুয়াদের সকলকে দেশে ফিয়ে আনা হোক।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen