আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের মেনে চলতে হবে এই নিয়মগুলো
আজ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর রাজ্যে প্রথমবার মাধ্যমিক হবে। সেই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষার সময় মেনে চলতে হবে একাধিক নিয়ম। কী কী নিয়ম মেনে চলতে হবে, তা দেখে নিন একনজরে-
- অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পড়ুয়ারা।
- পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পরীক্ষাকেন্দ্রে অপর কোনও পড়ুয়ার পেন, পেনসিল, স্কেলের মতো কোনও সামগ্রী ব্যবহার করা যাবে না।
- পরীক্ষার সময়ও পড়ুয়াদের মুখে মাস্ক পরে থাকতে হবে।
- ব্যবহার করতে হবে স্যানিটাইজার।
- প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম থাকবে।
- পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, ইলেকট্রনিকস গ্যাজেট ব্যবহার করা যাবে না। শুধুমাত্র স্বচ্ছ বোর্ড বা ক্লিপ বোর্ড ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা।
- প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষার সময় রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
- বেলা ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা চলবে দুপুর তিনটে পর্যন্ত। ১৫ মিনিটে আগেই প্রশ্নপত্র দেওয়া হবে।
- পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিটের আগে কেউ বেরোতে পারবে না।
উল্লেখ্য, চলতি বছর ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। সূত্রের খবর, পরীক্ষার্থীরা যাতে সহজেই যাতায়াত করতে পারে, সেজন্য পরীক্ষার দিনগুলিতে গণপরিবহণ বেশি থাকবে। নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। তারইমধ্যে পরীক্ষা শেষের আগেই প্রশ্নপ্রত্র ফাঁস হয়ে যাওয়া নিয়েও বাড়তি পদক্ষেপ করা হয়েছে। শেষ কয়েক বছর (করোনাভাইরাস পরিস্থিতির আগে) বিভিন্ন বিষয়ের পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছিল। তা রুখতে পরীক্ষা চলাকালীন রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হতে হবে। নজরদারির জন্য বসানো হতে পারে সিসিটিভি। শুধু তাই নয়, পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিক পরীক্ষার সময় যে শিক্ষকরা নজরদারির দায়িত্বে থাকবেন, তাঁদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে। নজরদারির দায়িত্বে পার্শ্বশিক্ষকদের রাখা হবে না।