দেশ বিভাগে ফিরে যান

শেয়ার বাজারে দুর্নীতি: সাধুবাবার পর এবার গ্রেপ্তার প্রাক্তন এনএসই সিইও

March 7, 2022 | 2 min read

শেয়ার বাজারে দুর্নীতি ও হেরফেরের অভিযোগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণকে গ্রেপ্তার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। রবিবার সন্ধ্যায় সিবিআই কর্তারা চিত্রাকে গ্রেপ্তার করেন বলে জানা গিয়েছে। এর আগে দিল্লি হাই কোর্টে চিত্রা আগাম জামিনের আবেদন করলেও তা খারিজ করা হয়েছিল শনিবার। প্রমাণ লোপাট বা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এই যুক্তিতেই তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। এরপর থেকেই তাঁর গ্রেপ্তারির সম্ভাবনা প্রবল হয়েছিল। সেই মতো গতকাল সন্ধ্যায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন।

এর আগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণের উপদেষ্টা আনন্দ সুব্রমনিয়ামকে গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা। উল্লেখ্য, প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণ এক অজ্ঞাতপরিচয় ‘যোগী’-র কথায় চলতেন বলে অভিযোগ ওঠে। সেই যোগীর কথায় নাকি চিত্রা এনএসই-র গোপন তথ্য ফাঁস করতেন। কয়েক সপ্তাহ আগে এনএসই-র প্রাক্তন কর্তার এহেন কীর্তিকলাপ সামনে আসতে শুরু করেছিল।

উল্লেখ্য, ‘অ্যালগোরিথিমিক ট্রেডিং’-এর মাধ্যমে এনএসই-র তরফে কয়েকজন ট্রেডারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ২০১৮ সালের সেই মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয় সম্প্রতি। তদন্ত শুরু হলে সেবির একটি নথি প্রকাশ্যে আসে। তাতে চিত্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। নথিতে বলা হয়, হিমালয়ে বসবাসকারী কোনও যোগীকে এনএসই-র গোপন তথ্য ফাঁস করেছেন চিত্রা। আর সেই যোগীর থেকেই চিত্রা আধ্যাত্মিক উপদেশ নিতেন বলে জানা যায়। পরে তদন্তকারীদের ধারণা তৈরি হয় যে এই রহস্যজনক যোগী আদতে আনন্দ সুব্রমনিয়ামই। সুব্রহ্মমণিয়ম আবার চিত্রার প্রিয় বান্ধবীর স্বামী।

এদিকে ২০১৮ সালে দিল্লির একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে ও এনএসইর একাধিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কারণটা হল, অবৈধভাবে ওই কোম্পানি এনএসইর ঘরের তথ্য জেনে সকলের আগে এক্সেচেঞ্জের সার্ভারে লগ ইন করছে। পরে সিবিআই জানতে পারে, ওই বেসরকারি কোম্পানি তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য সেবির আধিকারিকদেরও ঘুষ দিয়েছিল। সংস্থাটিকে কে তথ্য ফাঁস করছে? এই তদন্তে নেমেই সিবিআই-এর জালে চিত্রা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chitra Ramkrishna, #NSE, #Share market scam

আরো দেখুন