রাজ্য বিভাগে ফিরে যান

বর্তমান বিজেপি রাজ্য নেতৃত্বের শিক্ষাদীক্ষার অভাব? নাম না করে কাকে নিশানা তথাগতর?

March 7, 2022 | 2 min read

পুরসভা নির্বাচনের ভরাডুবি নিয়ে সদ্য বঙ্গ–বিজেপিকে তুলোধনা করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। বঙ্গ–বিজেপিকে ফাটা ডিমের সঙ্গে তুলনা করেছিলেন। এমনকী সেই ফাটা ডিমে তা দিয়ে যে কোনও লাভ হবে না সে কথাও তিনি বলেছিলেন। এবার বিজেপির চিন্তন বৈঠকে ঝড় উঠেছে। আড়াআড়িভাবে বিভাজন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ফের টুইট করে কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন তিনি। আর তার জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

ঠিক কী টুইট করেছেন তথাগত রায়?‌ এদিন বঙ্গ–বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রাক্তন রাজ্যপাল সেখেন, ‘‌আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়। তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়, বৈঠক ডাকবার দরকার হয় না। দল কি ভুল করেছে, কার নেতৃত্বে, কিভাবে সেটা শুধরানো যাবে, সেটাই দেখতে হবে, কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়। কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার।’‌

পাল্টা কী দিলেন দিলীপ ঘোষ?‌ এই টুইটের পাল্টা দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে বলেন, ‘‌দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে যারা জ্ঞান দেন, তাঁদের কেউ স্বীকার করেন না। জানি না কাকে কী বলেছেন। আমি এসব বুঝি না। উনিই ভাল বলতে পারবেন। তবে যাঁরা দলটাকে দাঁড় করিয়েছেন, তাঁদের সমস্ত কিছু নিয়েই চিন্তাভাবনা রয়েছে। ভোটের ফল হোক বা যা কিছু তাঁরা চিন্তাভাবনা করছেন। তাঁরা জানেন কীভাবে দল দাঁড় করাতে হয়, আবারও তা করবেন। ভরসা রাখা উচিত। ঠিকই আছে। সকলের পরামর্শই তো কাজে লাগে।’‌

উল্লেখ্য, এই চিন্তন বৈঠকে দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলের নেতৃত্বের কাজ নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন। এই নিয়ে দলের অন্দরে ব্যাপক ঝড় ওঠে। এমনকী অগ্নিমিত্রা পাল বনাম লকেট চট্টোপাধ্যায়ের আড়াআড়ি বিভাজন সবার চোখে পড়েছিল। তাই মঞ্চের উপরে অগ্নিমিত্রা এবং মঞ্চের নীচে লকেটকে দেখা গিয়েছিল। যদিও বিজেপি এই কথা স্বীকার করেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #tathagata roy, #West Bengal, #bjp

আরো দেখুন