যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে ফিরেই ভোটের লাইনে বারাণসীর কৃত্তিকা

কৃত্তিকা ইউক্রেনের খারকিভে একটি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন।

March 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবারই ফিরেছেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে। চোখে-মুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট। এসবের মধ্যেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভুললেন না বারাণসীর কৃত্তিকা। সোমবার ছিল উত্তরপ্রদেশের শেষ দফার নির্বাচন। এদিন ভোট দিয়ে সংবাদমাধ্যমকে ওই ছাত্রী বলেন, ‘এখনও ভীতি কাটেনি। তবে যখন দেশে রয়েছি ভোট দেব না, এটা হতে পারে? ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার।’

কৃত্তিকা ইউক্রেনের খারকিভে একটি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। রুশ সেনার গোলায় ইতিমধ্যে বিধ্বস্ত সাজানো শহর খারকিভ। তাঁর মতো কয়েক হাজার ভারতীয় পড়ুয়া সেখানে আটকে ছিলেন। সাইরেন বাজলেই পালিয়ে যেত হতো বাঙ্কারে। তবে সেখানেও ছিল না পর্যাপ্ত খাবার, জল ও আলোর ব্যবস্থা। তারপর সুযোগ বুঝে প্রাণের ঝুঁকি নিয়ে পোল্যান্ড সীমান্তে চলে আসেন কৃত্তিকা। সেখানে ভারতীয় দূতাবাসের কর্মীরা তাঁকে উদ্ধার করে দেশে ফেরত পাঠান। শনিবার বারাণসী ফেরার পর সিদ্ধান্ত নেন ভোট দেবেন। তবে কৃত্তিকা এখনও নিশ্চিত নন ভারতে থেকে বাকি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কি না। কেননা যুদ্ধের জন্য এমবিবিএস কোর্স শেষ না করেই দেশে ফিরতে হয়েছে তাঁর মতো বহু পড়ুয়াকে। কৃত্তিকার কথায়, ‘প্রধানমন্ত্রী আমাদের অনুমতি দিলে দেশে পড়াশোনা করব। নইলে ফের ইউক্রেনে ফিরে যাব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen