কলকাতা বিভাগে ফিরে যান

তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা মমতার – কে থাকলেন, কে এলেন?

March 8, 2022 | < 1 min read

নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), পার্থ চট্টোপাধ্যায়।

মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে নাম না করে দলের একাংশকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এরপরই দলের রাজ্য কমিটি ঘোষণা করেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক, কোন দায়িত্ব পেলেন কে।

দলের মহাসচিব-পার্থ চট্টোপাধ্যায়

রাজ্য সভাপতি- সুব্রত বক্সি

সহ-সভাপতি- অমিত মিত্র

রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য

রাজ্য কমিটির সহ-সভাপতি –  সৌগত রায়, ব্রাত্য বসু, দেব অর্থাৎ দীপক অধিকারী, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।

সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু,  তন্ময় ঘোষ ও অন্যান্যরা।

সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান – রাজ চক্রবর্তী

মিডিয়া সেলের দায়িত্বে- কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ও অন্যান্যরা।

বেশ কয়েকটি জেলার সভাপতির নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বনগাঁ জেলার সভাপতি – গোপাল শেঠ

কৃষ্ণনগর উত্তরের সভাপতি- কল্লোল খান।

উল্লেখ্য, কমিটি ঘোষণার পাশাপাশি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল নেত্রী। মমতার সাফ কথা, “উলটো-পালটা বলে ভাইরাল হওয়া চলবে না। আপনাদের শেষ সুযোগ। যদি মনে করেন আপনি জিতে দলকে কৃতার্থ করেছেন, তাহলে আপনার জন্য দলের রাস্তা খোলা আছে। তৃণমূল কংগ্রেস দল করলে আদর্শ নিয়ে করতে হবে। লড়াই করতে হবে। তৃণমূলের আদর্শ নিয়ে চলতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #Chandrima Bhattacharya, #Mamata Banerjee

আরো দেখুন