← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
মহিলা পুরোহিতদের গ্রহণযোগ্যতা কি বাড়ছে? কী বলছেন রোহিনী ধর্মপাল?
আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অনন্যাদের কুর্ণিশ জানাচ্ছে দৃষ্টিভঙ্গি। আজকের এই বিশেষ দিনে দৃষ্টিভঙ্গি কথা বলল শিক্ষাবিদ তথা মহিলা পুরোহিত রোহিনী ধর্মপালের সাথে।
পুরোহিত বললেই তথাকথিত, চিরাচরিতভাবে আমাদের সমাজ বুঝে নেয়, তিনি পুরুষ ছাড়া মহিলা হতেই পারেন না। আর যদিও বা হন, তাহলে অবশ্যই পুরোহিতের পূর্বে লিঙ্গ বোঝানোর জন্যে ‘মহিলা’ প্রয়োগ করতেই হবে। ‘মহিলা পুরোহিত’। নারী-পুরুষের বিভাজনে মজে থাকা এই কুসংস্কারাচ্ছন্ন সমাজে মহিলা পুরোহিতদের গ্রহণযোগ্যতা কি বাড়ছে? কী বলছেন রোহিনী ধর্মপাল?