রাজ্য বিভাগে ফিরে যান

নিজের দল নিয়ে ভাবুন, তৃণমূলে যোগ দিয়েই দিলীপকে খোঁচা জয়প্রকাশের

March 9, 2022 | < 1 min read

২৪ ঘণ্টা কাটেনি৷ দিলীপ ঘোষ,শুভেন্দু অধিকারী, তথাগত রায়দের চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি থেকে তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার৷ বুধবার সকালে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি-বর্তমান সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ মুখ খুলেছিলেন জয়প্রকাশের দল পরিবর্তন নিয়ে৷ বিজেপির এই প্রাক্তন মুখপাত্র ফুটবল ক্লাবের মত দল বদলাচ্ছেন বলে কটাক্ষ করেন তিনি৷ সেই প্রেক্ষিতে জয়প্রকাশের মন্তব্য, দিলীপবাবু নিজের দলের দিকে নজর দিন৷ কীভাবে একটা দল আস্তে আস্তে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটা ভাবুন৷

নিজেকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর থেকে বিজেপির পুরনো সদস্য বলে দাবি করেন জয়প্রকাশ৷ তারপরই, তাঁর কটাক্ষ ‘‘চাটার্ড বিমানে করে দিল্লি নিয়ে গিয়ে যোগদান মেলায় অংশগ্রহণ করিয়ে যাদের দলে আনা হয়েছিল, তাঁরা বিজেপির জন্য কী করেছে? সন্ত্রাস-হাই কোর্ট- রাজ্যপাল এই তিনটি শব্দকে হাতিয়ার করে রাজ্য বিজেপি লড়াই করছে৷’’

বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে সহ সভাপতির পদ পাওয়া জয়প্রকাশের মন্তব্য, ‘‘বিজেপি আমাকে তাড়িয়ে দিয়েছিল৷ আমি যে লড়াই করেছিলাম দলটার জন্য, তার মর্যদা পাইনি৷ সেই মর্যাদা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমি তাঁর নেতৃত্ব বাংলার উন্নয়নে মানুষের উন্নয়নে কাজ করব৷’’ এরপরই তাঁর কটাক্ষ, শুভেন্দু-দিলীপ’দা আমার কথা না ভেবে, বিজেপির কথা ভাবুন৷ কীভাবে একটা দল ফার্স্ট ডিভিশন থেকে ফোর্থ ডিভিশনে নেমে গেল, সেটাই ভাবুন৷ দিলীপবাবুর তো অনেক কাজ৷ দলটার জন্য সময় দিন৷ দল যে গাড্ডায় পড়েছে, সেখান থেকে তোলার কথা ভাবুন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #dilip ghosh, #Jayprakash Majumder, #bjp

আরো দেখুন