রাজ্য বিভাগে ফিরে যান

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে! জয়প্রকাশ বিজেপি ছাড়তেই শ্রাবন্তীকে কটাক্ষ তথাগতর

March 9, 2022 | < 1 min read

দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন তথাগত রায় (Tathagata Roy)। শ্রাবন্তী-তনুশ্রীদের নজিরবিহীন কটাক্ষও করেছিলেন। জয়প্রকাশ দল ছাড়তেই ঘুরিয়ে শ্রাবন্তীকে বিঁধলেন তথাগত।

ঠিক কী বলেছেন তথাগত রায়? টুইটে তিনি লেখেন, “শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক রুটিন। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি!” আগেই তথাগত রায় অভিযোগ করেছিলেন, অর্থের বিনিময়ে একাধিক তারকাকে প্রার্থী করেছে বিজেপি। এদিনের টুইটে ফের সেই কথাই ইঙ্গিতে বোঝাতে চাইলেন!

সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার– বিজেপি ছেড়ে একে একে সকলেই গিয়েছেন তৃণমূলে। বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেও খাতায় কলমে অন্য দলে যোগ দেননি শ্রাবন্তী। সেই কারণে শ্রাবন্তীকে ‘চালাক’ বলে কটাক্ষ করেছেন তথাগত। তাঁর মন্তব্য অনুযায়ী, কিছু পেয়েছিলেন বলেই শ্রাবন্তী বিজেপিতে নাম লিখিয়েছিলেন। পরিবর্তে যা দেওয়ার ছিল, তা দিয়েছেন। এখন ফিরে গিয়েছেন কাজের জগতে। এ বিষয়ে এখনও শ্রাবন্তীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে টুইটে অনেকেই তথাগত রায়ের মন্তব্যকে সমর্থন করেছেন। কেউ আবার পালটা দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #tathagata roy, #Srabanti Chatterjee, #jay prakash Majumdar

আরো দেখুন