তথ্য যাচাই বিভাগে ফিরে যান

রাশিয়ার পতাকার রঙে আলোকিত কুতুব মিনার? জানুন আসল সত্য

March 10, 2022 | < 1 min read

রাশিয়া– ইউক্রেন সংঘাত নিয়ে উত্তাল গোটা বিশ্ব। ক্ষমতাহীন ছোট দেশ ইউক্রেনের ওপর ক্ষমতাধর রাশিয়ার শক্তি প্রদর্শনের নিন্দা করেছে গোটা বিশ্ব। বিশ্ব রাজনীতিতে প্রায় একঘরে হয়েছে রাশিয়া। এমনকি রাশিয়াকে যে দেশগুলি সমর্থন করবে তাদেরও বিশ্বের তাবড় তাবড় দেশগুলির বিষ নজরে পড়তে হবে।

দাবি

বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত মুহূর্তেই ভয়ঙ্কর দাবি করে বসল এক চীনা সংবাদ মাধ্যম। তাদের পোর্টালে একটি ছবি প্রচারিত হয়। ছবিটি দিল্লির কুতুব মিনারের। লাল- নীল রঙের আলোতে আলোকিত করা হয়েছে ঐতিহ্যশালী ভাস্কর্যকে। সংবাদ মাধ্যমটি দাবি করে রাশিয়াকে সমর্থন জানাতে সে দেশের পতাকার রঙের আলোয় রাঙিয়ে তোলা হয়েছে কুতুব মিনার। ছবিটি সামাজিক মাধ্যমে দেদার শেয়ারও হয়।

Image

সত্যতা

আদতে ‘জন ঔষধী দিবস ২০২২’ উপলক্ষে ৫-৭ মার্চ ‘জন ঔষধী’ এবং ‘আজাদি কা অমৃত মহোৎসব’ থিমে কুতব মিনার আলোকিত করা হয়েছিল।

ছবিগুলি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে হিন্দিতে লেখা রয়েছে ‘প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা’ অর্থাৎ প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধী পরিকল্পনা।

‘প্রধানমন্ত্রী জন ঔষধী পরিযোজনা’ – এর টুইটার হ্যান্ডেল থেকেও ছবিটি শেয়ার করা হয়েছিল।

সুতরাং রাশিয়ার পতাকার রঙে কুতুব মিনার আলোকিত করে রাশিয়াকে ভারত সমর্থন করছে দাবিটি সম্পূর্ণ ভুঁয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#russia, #Qutub Minar, #Fact Check

আরো দেখুন