ওয়ার্নের পরিণতির সূত্রপাত উশৃঙ্খল জীবনযাপনে? যা জানালেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন ডাক্তার
থাইল্যান্ডের ছোট দ্বীপ কো সামুইতে নিজের ভিলাতে ছুটি কাটানোর সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাত্র ৫২ বছর বয়সে তার এই মৃত্যুতে বিস্মিত সকলেই। প্রাইভেট ফ্যামিলি শেষকৃত্যের মধ্যে দিয়ে ওয়ার্নকে সমাধিস্থ করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। মার্চ মাসের ৩০ তারিখ আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এমন আবহে অস্ট্রেলিয়া সিনিয়র দলের প্রাক্তন ডাক্তার জানালেন ওয়ার্নের এই ঘটনা রাতারাতি ঘটে যায়নি।
ডাক্তার পিটার ব্রুকনার জানালেন ‘ওয়ার্নের যদি হার্টের রোগ থেকে থাকে,শুনে আমার অন্তত সেরকম মনে হচ্ছে তাহলে বলব এই ঘটনা রাতারাতি ঘটেনি। থাইল্যান্ডের এই ঘটনা একেবারেই হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়। শেষ ২০-৩০ বছর ধরে এই ঘটনা ঘটছে। স্মোকিং, খারাপ ডায়েট এইসব ঘটনা এটার জন্য দায়ী।’
ব্রুকনার জানান ‘ওয়ার্নের খবর শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমি সত্যি শুনছি কিনা বিশ্বাস করতে পারিনি। ওর চরিত্রটা ছিল জীবনের থেকেও বড় চরিত্র। এইধরনের সমস্যা আমি বলতে চাইছি হার্টের সমস্যা আপনি এক মিনিটে তৈরি করেন না। এটা ধীরে ধীরে হয়। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মুড়ে ওয়ার্নের কফিনবন্দি দেহ আজ অর্থাৎ বৃহস্পতিবার অস্ট্রেলিয়াতে এসে পৌঁছেছে।’