‘সামাজিক সুরক্ষার বাজেট’ পেশ চন্দ্রিমার, বিজেপিকে আক্রমণ মমতার
আজ বিধানসভায় রাজ্য বাজেট (Bengal Budget 2022) পেশ হল। দেশের অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যেই আজ, শুক্রবার রাজ্য বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (West Bengal Budget Session)। বাজেট পাশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় শোনা গেল কেন্দ্রের বঞ্চনার সুর। একইসঙ্গে এই পরিস্থিতেও রাজ্যের বরাদ্দ বাড়ায় খুশি মমতার প্রশংসা রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে।
মুখ্যমন্ত্রী এদিন বাজেট পেশের পর রাজ্য বাজেটে নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “উন্নয়নশীল সরকারের যা গর্বের মতো বিষয় সেই কৃষি ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে যা অত্যন্ত আশাব্যঞ্জক। পরিকাঠামো ক্ষেত্রে বাড়ানো হয়েছে দ্বিগুণ বাজেট বরাদ্দ। পাশাপাশি উচ্চশিক্ষায় ২৫.২, স্বাস্থ্য ক্ষেত্রে ১৯.৪ গুণ বরাদ্দ বেড়েছে।
মমতা বলেন, “কৃষিতে বরাদ্দ বাড়ানো হয়েছে চলতি বাজেটে। ৩৩.২ গুণ বাজেট বরাদ্দ বেড়েছে এই খাতে। ৭৮ লক্ষ কৃষককে সহায়তা দিচ্ছে রাজ্য। আগামী দিনে আবাসন আরও বাড়ানো হবে (Bengal Budget 2022)৷ গতবারের বাজেট ছিল ৩, ০৮, ৭২৭ কোটি। চলতি অর্থবর্ষে তা বাড়িয়ে হয়েছে, ৩,২১,৩০ কোটি।”
লাইভ আপডেট
বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৩ঃ২৫ঃ বিজেপি কি গণতন্ত্রকে দুরমুশ করতে চায়? তারা কি মানবতাকে ধ্বংস করতে চায়? তারা কি সংবিধানকে নষ্ট করতে চায়?
৩ঃ২০ঃ এই বাজেট সামাজিক সুরক্ষার বাজেট, যা কোথাও নেই। বিনা পয়সায় স্বাস্থ্য থেকে শিক্ষা সব। একমাত্র আমরাই দিই। আর কোথাও নেই।
৩ঃ১৪ঃ বিজেপি কাজ করতে জানে না। ওরা শুধু বিরোধীতা করতে জানে। ওদের একটাই কাজ ওয়াকআউট করা। যেভাবে আজ এক মহিলা মন্ত্রীকে বাধা দেওয়া হল তা দুর্ভাগ্যজনক।
৩ঃ০৮: ব্যাটারি চালিত ও সিএনজি যানবাহনের ওপর রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ২ বছরের জন্য মকুব করা হয়েছে বাজেটে
৩ঃ০৭: জমির সার্কেল রেটে ১০% ছাড় দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর ফলে বাড়বে রাজস্ব আদায়, মত অমিত মিত্রের
৩ঃ০৬ স্ট্যাম্প ডিউটি ২% কমানো হয়েছে, এর ফলে উপকৃত হবে রিয়্যাল এস্টেট সেক্টর, বললেন অমিত মিত্র
৩ঃ০৫ ২০১১ সালে ক্ষমতায় আসার পর জিএসডিপি-ডেট রেশিও ছিল ৪০% এখন সেটা কমে ৩৪%, রাজস্ব ঘাটতি কমে দাঁড়িয়েছে ১.৫%, জানালেন অমিত মিত্র
৩ঃ০৪ কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যের পাওনা জিএসটি দিচ্ছে না। গাজোয়ারি করছে কেন্দ্র। বললেন অর্থ উপদেষ্টা অমিত মিত্র
৩ঃ০৩ঃ অর্থ বাজেটে কোনওদিন কাউকে দেখিনি বিক্ষোভ দেখাতে। আমি সাতবার সাংসদ হয়েছি। নিজে বাজেট পেশ করেছি। কোনওদিন এরকম দেখিনি।
৩ঃ০১ঃ পেশিশক্তি আর টাকার জোড়ে এজেন্সি ব্যবহার করে কয়েকটা রাজ্যে জিতে এখন থেকেই ২০২৪- এর ডুগডুগি বাজাচ্ছে। এখানে হেরে ভুত হয়ে গেছে। লজ্জা নেই!
৩ঃ০০ঃ মানুষ ব্যাঙ্কে টাকা রাখতে ভয় পাচ্ছেন। তাদের টাকা সুরক্ষিত থাকবে কিনা জানেন না।
২ঃ৫৯ঃ গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা দিচ্ছে না। সব কাজ বন্ধ।
২ঃ৫৮ঃ জেলায় জেলায় শিল্প ক্লাস্টার তৈরি হচ্ছে। রঘুনাথপুরে শিল্প হাব তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল কোরিডোর তৈরি হচ্ছে। বাংলায় লেদার হাব তৈরি হয়ে গেছে।
২ঃ৫৬ঃ এরপরতো আবার পেট্রল ডিজেল, গ্যাসের দাম বাড়বে। মানুষের হাতে টাকা নেই। তাদের হাতে টাকা তুলে দিলে অর্থনীতি আবার সচল হবে। আমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছি, লোকপ্রসারের টাকা দিচ্ছি, মানবিক ভাতা দিচ্ছি। কৃষকদের টাকা দিচ্ছি, নানা স্কলারশিপ দিচ্ছি।
২ঃ৫৪ঃ সোফায় বসে বসে যারা জ্ঞান দেন তাদের জানতে হবে, বাংলাই একমাত্র রাজ্য যারা পেনশন দেয়। বিজেপি শাসিত সব রাজ্য তুলে দিয়েছে।
২ঃ৫৩ঃ আমরা কেন্দ্রীয় সরকারের কাছে ৯০ হাজার কোটি টাকা পাই। করের টাকা রাজ্য থেকে তুলে নিয়ে যায়। তার ৪০-৪৫% ফেরত দেয়। আর সব নাম দেয় কেন্দ্রের।
২ঃ৫২ঃ ১১ লক্ষ মেয়েকে বিয়ের জন্যে টাকা দেওয়া হয়েছে রূপশ্রী প্রকল্পে।
২ঃ৫১ঃ বিভিন্ন ভাতা প্রাপকদের সংখ্যা প্রায় ৭০ লক্ষ। সবুজ সাথী প্রকল্পে প্রায় ১ কোটি সাইকেল দেওয়া হয়েছে।
২ঃ৫০ঃ কৃষক বন্ধু প্রকল্পে ৭৮ লক্ষ কৃষক সহয়তা পান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১.৫৩ কোটি মহিলা সহয়তা পাচ্ছেন। ১০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন।
২ঃ৪৮ঃ কৃষি দপ্তরের বরাদ্দ বেড়েছে ৩৩ গুন, স্বাস্থ্য বরাদ্দ বেরেছে ১৯ গুন, শিক্ষায় ২৫ গুন, নারী ও শিশু কল্যাণে ১৭ গুন, জনস্বাস্থ্য ও কারিগরীতে ১৬ গুন, পঞ্চায়েত দপ্তরে বরাদ্দ ৮ গুন বেড়েছে।
২ঃ৪৬ঃ বাজেট বরাদ্দ ৩.৮ গুন বেড়েছে। সামাজিক ক্ষেত্রে বরাদ্দ বেরেছে ১০ গুন, কৃষি ক্ষেত্রে ১১ গুন। পরিকাঠামোতে বরাদ্দ ৬ গুন বেড়েছে।
২ঃ৪৫ঃ আমাদের অনেক প্রকল্প চলছে। এমন কোন ক্ষেত্র নেই যেখানে আমাদের কাজ চলছে না।
২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করছেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
২:২৩: বাজেট পেশ চলাকালীন বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির বিধায়কদের
২:২০: বাজেট পড়ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভাষণ চলাকালীন বিক্ষোভ বিজেপির
২:০২: রাজ্য মন্ত্রিসভায় পাশ করা হল বাজেট। রইল ছবি
২:০১: মাননীয়া মুখ্যমন্ত্রী আমায় বাজেট পেশ করার সুযোগ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
২:০০: কর্মসংস্থান এবং শিল্পায়নে জোর থাকবে বাজেটে
১:৫৬: কোভিডের সময়ে উদ্ভুত সমস্যাকে সরিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা হবে এই বাজেটের অন্যতম লক্ষ্য। সূত্রের খবর, বাজেটের মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো।
১:৫৫: ক্যাবিনেটের সামনে পেশ করা হয়েছে রাজ্য বাজেট