‘ডুগডুগি বাজিয়ে লাভ হবে না’ কেন মোদীকে এই কথা বললেন মমতা?
২০২২-এর উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের বিধানসভা ভোটের ফলাফলই ২০২৪-এর ইঙ্গিত। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একদিন যেতে না যেতেই নাম না করে প্রধানমন্ত্রীকে উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্পষ্ট হুঁশিয়ারি, স্বপ্ন দেখছে বিজেপি। ২০২৪-এ তাঁদের স্বপ্ন পূরণ হবে না।
আজ রাজ্য বিধানসভায় পাঁচ রাজ্যের ফল নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গোটা দেশের নজর ছিল উত্তরপ্রদেশের দিকে, সেখানে জয় পেয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের ভোটের ফল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরপ্রদেশে অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। অখিলেশের ভোট ২১ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশে পৌঁছেছে। আখিলেশ এর আগে ৩৬ শতাংশ ভোট পেয়ে সরকার গড়েছিল। আসন সংখ্যার নিরিখে, বিজেপির ৫৪টি আসন কমেছে। অন্যদিকে সমাজবাদী পার্টির ৭৮টি আসন বৃদ্ধি পেয়েছে।”
অখিলেশের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, হতাশ না হয়ে মানুষের কাছে যেতে হবে। তিনি বিজেপির বিরুদ্ধে এক জোট হয়ে লড়াইয়ের কথাও বলেছেন। গোয়ার ফল নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “গোয়ায় সবেমাত্র শুরু হয়েছে। মাত্র তিন মাসেই আমরা ৬ শতাংশ ভোট পেয়েছি।” জোটসঙ্গী এমজিপি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের নির্বাচন পূর্ববর্তী জোট হয়েছিল। আমাদের জনপ্রতিনিধি নেই। ওরা যা করবেন তা ওদের সিদ্ধান্ত।”
অন্যদিকে কংগ্রেসের উপর আর নির্ভর করে না থাকার কথাই বলেছেন মমতা। এক সময় লড়াইয়ে থাকলেও, আজ কংগ্রেস রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছে। বিজেপি বিরোধী শক্তিগুলো কংগ্রেসের দাদাগিরি মনোভাবের কারণে এক ছাতার তলায় আসতে পারছে না। এদিন ফের একবার সমস্ত বিজেপি বিরোধী সমমনস্ক দলগুলোকে এক জোট হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আলাদা আলাদা করে বিরোধী দলগুলো লড়ায় বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে। অন্যদিকে ভোট ভাগের সুবিধা পেয়ে যাচ্ছে বিজেপি।”
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশন মেশিনারি, কেন্দ্রীয় সংস্থা এবং একনায়কতন্ত্রের জোরে কয়েকটা রাজ্য় জিতে লাফাচ্ছে। আমরা বলি ডুগডুগি বাজালেও হবে না। আগামী ২ বছর বাদে আমি জানি, আমি বেঁচে থাকব কী না? বিজেপি হামবড়াই ভাব দেখাচ্ছে। এখানে গো হারান হেরে লজ্জা নেই। বাজের পর্যন্ত পড়তে দিচ্ছে না।”
গেরুয়া শিবিরের বিধায়কদের বিক্ষোভকে কার্যত ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন, “কোনও কিছু করার ক্ষমতা নেই, চিৎকার করে বেরাচ্ছে। হাওয়ায় ঘুরে বেরাচ্ছে। ফ্লপ শো। নিজের ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই। ফ্লপ শো করে বেরাচ্ছে।”
এদিন সাংবাদমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের নির্বাচনের ফলকে ২৪-এর সেমিফাইনাল দাবি করে যে প্রচার করা হচ্ছে, তাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাচ্চা জন্মানোর আগেই অন্নপ্রাশন! লোকসভা নির্বাচনের এখনও ২ বছর বাকি! দু’বছরে কত কি হয়ে যেতে পারে। এই ফলের উপর ভিত্তি করে, ২৪ কী হবে তার সিদ্ধান্তে আসা অবাস্তব।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি বিরোধী সব দল এক জোট হয়ে লড়াই করলেই বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব।