গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের বাড়ল সংক্রমণ, করোনা আক্রান্ত ১০৬
ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। আবারও একশো পেরল দৈনিক সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কাড়ল ২ জনের।
রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৬ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। পজিটিভ কেস ২০ লক্ষ ১৬ হাজার ২৯৮। অ্যাকটিভ কেস ১ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২ জনের। এখনও পর্যন্ত ২১ হাজার ১৮৬ জনের ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ১০৬ জন। তার ফলে এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৩ হাজার ৫৭০ জন। সুস্থতার হার বৃহস্পতিবারের তুলনায় কোনও হেরফের হয়নি। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।
প্রথম থেকেই করোনা পরীক্ষার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টা ২২ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৪ লক্ষ ৫৪ হাজার ৭৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ। একদিনে ৮৪ হাজার ৭০৯ জন কোভিড ভ্যাকসিন নিয়েছেন। এই মুহূর্তে করোনার দাপট যথেষ্টই নিয়ন্ত্রণে। তবে তা সত্ত্বেও সামান্য উদাসীনতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শারীরিক দূরত্ববিধিও মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।