দেশ বিভাগে ফিরে যান

মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ২ দিনের সাধারণ ধর্মঘটের ডাক বামেদের

March 12, 2022 | < 1 min read

কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে আগামী ২৮ ও ২৯ মার্চ দেশজুড়ে (Trade Union Strike) সাধারণ ধর্মঘট। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিবৃতি দিয়ে এই ধর্মঘটকে সমর্থন করার কথা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)।

প্রবীণ বাম নেতা বলেন, ‘নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী এবং দেশবিরোধী ধ্বংসাত্মক নীতির বিরোধিতায় দু-দিনের সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।’ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারশনগুলির তরফে মোট ১২দফা দাবি পেশ করা হয়েছে।

বিমান বসু জানান, দেশ ও দেশের শ্রমজীবী, সাধারণ মানুষের জীবনজীবিকার সংগ্রামকে শক্তিশালী করতেই বামফ্রন্ট দু-দিনের সাধারণ ধর্মঘট সমর্থন করেছে। সংযুক্ত কিষান মোর্চা নেতৃত্বও ধর্মঘট সমর্থন করার কথা জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bamfront, #trade unions, #Trade Union Strike, #Biman Bose

আরো দেখুন