এবার লক্ষ্য বাংলা? আজ কলকাতায় ‘পদার্পণ যাত্রা’ আপের
পঞ্জাবের ক্ষমতা দখলের পর এবার পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছে আম আদমি পার্টি। আর সেজন্য রবিবার কলকাতায় বিশাল পদযাত্রা করতে চলেছে তারা। শনিবার ‘পদার্পণ যাত্রা’ নামে এই কর্মসূচির পোস্টার প্রকাশ করেছে আম আদমি পার্টি। আপের পদযাত্রায় আপত্তি নেই তৃণমূলের।
আপের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল ৪টেয় গিরীশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তারা। মিছিলের অংশগ্রহণ করবেন দলের নেতাকর্মীরা।
আপের পদযাত্রা নিয়ে তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘আপ একটা গণতান্ত্রিক দল। তারা পদযাত্রা করতেই পারে।’
আম আদমি পার্টি সূত্রের খবর, পঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গে দলকে ছড়িয়ে দিতে চান অরবিন্দ কেজরিওয়াল। আর সেজন্য প্রাথমিকভাবে ১০টি জেলায় সংগঠন মজবুত করতে চায় তারা সেজন্য দ্রুত জেলা কমিটি গঠনে জোর দিয়েছে দলের নেতৃত্ব। কারণ আগামী বছর রাজ্যে প্রতিদ্বন্দিতা করতে চায় আপ।
গত বৃহস্পতিবার ৫ রাজ্যের ভোটগণনা শেখে দেখা যায় পঞ্জাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি। দুই তৃতীয়াংশের বেশি গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে তারা। তার পরই মালদা, দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় আপের পোস্টার দেখা যায়। তাতে সাধারণ মানুষকে আম আদমি পার্টিতে যোগদানের আবেদন জানানো হয়েছে।