লকডাউনকে থোড়াই কেয়ার, ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন কর্ণাটকের বিধায়ক
লকডাউন চলছে তো কি হয়েছে। বিধায়কের ছেলে বলে কথা। বিয়ে আটকে থাকবে নাকি। যথারীতি সব নিয়ম ভঙ্গ করে ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী পি টি পরমেশ্বর নায়েক। সোমবার বেলারি জেলায় এই বিয়ের অনুষ্ঠান হয়। বলাই বাহুল্য কোনও সামাজিক দূরত্ব মানা হয়নি গোটা অনুষ্ঠানে। এমনকী মুখে মাস্কও ছিল না আমন্ত্রিতদের।
আশ্চর্যজনক ভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী। পরমেশ্বরের ছেলের বিয়েতে শুধু মন্ত্রী ও বড় বড় নেতারাই উপস্থিত ছিলেন। তাও কেন কোনও নিয়ম মানা হল না,তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু নিজেও কোনও মাস্ক ব্যবহার করেননি। উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরা।
কেন এরকম ব্যবস্থা করা হল, প্রশ্ন করা হলে ওই কংগ্রেস বিধায়ক জানান, বাইরের কোনও সাধারণ মানুষকে এই অনুষ্ঠানে না আসার অনুরোধ করা হয়েছে। তাঁরা সেই অনুরোধ মানেননি। কী করা যাবে। উল্লেখ্য শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।
আরসানাহাল্লি পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় তেহশিলদার নিজে একটি অভিযোগ দায়ের করেছেন। বেল্লারি পুলিশ মামলা দায়ের করেছে। ওই কংগ্রেস বিধায়কের নামও এই মামলা জড়িত রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হল আরও ৩২৫ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন।