রাজ-শুভশ্রীর এই ‘ছোট্ট রসগোল্লা’-কে চিনতে পারছেন?

দেখতে দেখতে ১৫ মাস হয়ে গেল ইউভানের

March 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেখতে দেখতে ১৫ মাস হয়ে গেল ইউভানের। আর নিয়ম মেনে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ন্যাড়া করেছেন ইউভানকে। এতদিন একমাথা চুলে সকলে দেখতে অভ্যস্ত ছিল তাকে। কোকড়া কোকড়া চুলে ঢেকে যেত মুখ-নাক। আর মাথা নাড়িয় নাড়িয়ে যখন সে কথা বলত, হাসত, খেলা করত, বড় সুন্দর দেখাত!

তবে, আপাতত ইউভান টাকলু। রাজ ইউভানের ছবি শেয়ার করে লিখেছেন, ‘কে এটা? আমাদের বাড়ির নতুন সদস্য। আমাদের ছোট্ট রসগোল্লা।’

আর শুভশ্রী ইউভানের যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ন্যাড়া মাথায় হাত বোলাচ্ছে ইউভান। শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘সব চলে গেছে’! দুটো পোস্টেই কিউটিপাইকে ভালোবাসা জানিয়েছেন তারকা থেকে রাজ-শুভশ্রীর অনুরাগীরা।

এমনিতে বয়স যতই অল্প হোক, এখনই হাতেখড়ি হয়ে গিয়েছে তার। স্লেট-পেনসিল নিয়ে লেখলিখি করে, ছবির বই পড়ে, মা-বাবার সাথে মাথা ফুটবল খেলতেও যায়।

২০২০ সালের সেপ্টেম্বর ভরা করোনায় রাজ-শুভশ্রীর মুখে হাসি ফোটায় ইউভান। সেই থেকেই নেটপাড়ার বড় প্রিয় এই স্টারকিড। আর ওর বাবা-মাও ছেলের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত ভাগ করে নেন সকলের সাথে। তাই তো ইউভানের ছবি শেয়ার হওয়া মানেই তা সুপার ভাইরাল। সেই জন্মের পর থেকেই ইউভানের নামে তৈরি হয়ে গিয়েছে ফ্যানপেজ!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen