রাজ্য বিভাগে ফিরে যান

ফের দলবদল? বাবুলের পর এই সাংসদের তৃণমূলে আসা কি সময়ের অপেক্ষা?

March 14, 2022 | < 1 min read

বঙ্গ রাজনীতিতে ফের দলবদল? শেষ দুবছরে দলবদল বঙ্গ রাজনীতির ট্রেন্ডে পরিণত হয়েছে। রাজ্য জুড়ে এখন দলবদলের মরশুম। গেরুয়া শিবির ছেড়ে কি অবশেষে তৃণমূলে যোগদান করতে চলেছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ? বিভিন্ন সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, যা ঘিরেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। ‌শোনা যাচ্ছে, খুব শীঘ্র উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু দল বদলে জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন। প্রসঙ্গত, বিজেপি সাংসদ এর আগেও দল বদলেছেন, ২০১৯- লোকসভা নির্বাচনের আগেই বাম থেকে রামে গিয়েছিলেন খগেন মুর্মু।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন। ওই বৈঠকে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে হাজির থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রক্ষা করতেই, বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ঘিরে জল্পনার সূত্রপাত হয়েছে।‌ জেলার রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছে। ‌বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গিয়েছে। ‌

তবে দল বদলের বিষয়ে এখনও অবধি কোন স্পষ্ট মন্তব্য করেননি বিজেপি সাংসদ খগেন মুর্মু। ‌তার দাবি, “রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার সময় ২০১১ সাল থেকেই আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা চলছে। ‌তৃণমূল কংগ্রেস রাজ্যকে বিরোধীশূন্য করতে চায়। বিজেপিকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল এই অপপ্রচারগুলো করে চলছে। আমি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুরোধ রক্ষা করেছি। ‌এখনও পর্যন্ত আমার তৃণমূলে যাওয়ার কোন অভিপ্রায় নেই। ‌বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপিতে ছিলেন আছেন এবং বিজেপিতে থাকবেন।”

এখন দেখার এ কি নিছক রাজনৈতিক জল্পনা নাকি অন্যান্য বিজেপি নেতাদের মতোই দল পাল্টাবেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ! উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #bjp, #tmc, #Babul Supriyo, #politics

আরো দেখুন