হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

টেলি তারকারা লাইট ক্যামেরা অ্যাকশনে ছন্দ মেলালেন ব্যাটে বলে

March 15, 2022 | < 1 min read

রবিবার ভবানীপুর নর্দানপার্কে ‘সেলিব্রিটি ক্রিকেট ব্যাশ থ্রি’ র কিছু মুহূর্ত উঠে এলো দৃষ্টিভঙ্গির ক্যামেরায়। দেখুন সেই ভিডিও

প্রতি সন্ধ্যায় ঘরে ঘরে ‘উমা’ ধারাবাহিকের ক্রিকেটীয় এবং পারিবারিক বাউন্সার সামলান নীল ভট্টাচার্য। খেলার মাঠে ব্যাট বল তাঁর কাছে কি তাই দারুণ চ্যালেঞ্জিং ছিল?

‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে এখনও দেখা গেলেও খেলার মাঠে দারুণ পজিটিভ অভিনেতা রাজীব বোস। বং মিডিয়া সল্যুশন এর উদ্যোগে আয়োজিত ‘সেলিব্রিটি ক্রিকেট ব্যাশ থ্রি’ তে অংশগ্রহণ করে কী জানিয়েছিলেন তিনি—শুনুন তাঁর মুখেই

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনেতা রণিত মোদক খেললেন ‘সেলিব্রিটি ক্রিকেট ব্যাশ থ্রি’, ভবানীপুরের নর্দান পার্কের তপ্ত দুপুরে তিনি কেন হাঁপিয়ে যাচ্ছিলেন না? জয়ের বিষয়ে কেনই বা ছিলেন আশাবাদী? শুনুন তাঁর মুখেই

তাঁর ফেসবুক বায়োতে লেখা ক্রিকেট, মুভিজ। ভবানীপুরে নর্দান পার্কে বং মিডিয়া সল্যুশন এর উদ্যোগে ‘সেলিব্রিটি ক্রিকেট ব্যাশ থ্রি’ তে সিরিয়াল অভিনেতা আনন্দ চৌধুরী রবিবার ছিলেন নিজের মেজাজেই

ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ড এর জনপ্রতিনিধি তিনি, আবার রবিবার সকলের সঙ্গে ক্রিকেট খেলায় লফিয়ে ঝাঁপিয়ে আনন্দেও তাঁকে পাওয়া গেল—কাউন্সিলর অসীম কুমার বোস কী বললেন ক্যামেরার সামনে, শুনুন তাঁরই মুখে পাশে ছিলেন ‘সেলিব্রেটি ক্রিকেট ব্যাশ থ্রি’ র উদ্যোক্তা ‘বং মিডিয়া সল্যুশন’ এর ডিরেক্টরদের অন্যতম একজন বিকাশ সরকার। তিনিও জানালেন এই উদ্যোগের কারণ


TwitterFacebookWhatsAppEmailShare

#celebrity cricket bash 3, #Rajiv Bose, #Ayan Saha, #Cricket, #Tollywood, #Neel Bhattacharya, #Trina Saha

আরো দেখুন