করোনা মুক্তির পথে এগোচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা মাত্র ৪৩
ধীরে ধীরে করোনামুক্তির পথে এগোচ্ছে বাংলা। সংক্রমণের হার ওঠা-নামা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। এদিকে আরও ১৫ দিন অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত বাড়ল রাজ্যের করোনা বিধিনিষেধের মেয়াদ।
২০২০ সালের মার্চে করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৫১৬ জন। পজিটিভিটি রেট ০.২২ শতাংশ।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে একজন রাজ্যবাসীর। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮৯ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১২৫। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৪ হাজার ০৪৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৯৮ জনের। মোট টেস্টিং ২৪, ৫২৫, ৬৭৮।
পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ৯৩, ৫২৭ জন। ইতিমধ্যেই ৫৯ লক্ষ ১৯১ হাজার ৬১৯ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ১২-১৪ বছরের কিশোর-কিশোরীদের করোনা টিকার আওতায় এনেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ষাটোর্ধ্বদের জন্য ‘প্রিকশান ডোজ’ অর্থাৎ বুস্টার ডোজে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এতদিন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্বরাই কেবল টিকার ‘বুস্টার’ ডোজ নিতে পারতেন। আগামিকাল বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে এই টিকাকরণ কর্মসূচি।