দেশ বিভাগে ফিরে যান

ভোট এলে রাজ্যগুলিতে বাড়ে সিবিআই তল্লাশি! স্পষ্ট মোদী সরকারের তথ্যে

March 17, 2022 | < 1 min read

ভোট এলেই রাজ্যে রাজ্যে সিবিআই তল্লাশি অভিযান বেড়ে যায়। না, এটা বিরোধীদের কোনও অভিযোগ নয়। সংসদে দেওয়া মোদী সরকারের এক পরিসংখ্যান থেকেই এ জিনিস স্পষ্ট হচ্ছে। বুধবার সংসদে তৃণমূল এমপি মালা রায়ের প্রশ্নের জবাবে মোদী সরকার গত তিন বছরের তল্লাশির হিসেব দিয়েছে। তাতেই দেখা যাচ্ছে, ২০১৯ সালের পর থেকে রাজ্যে রাজ্যে ভোট ঘোষণার পর সিবিআই তল্লাশির সংখ্যা বেড়েছে। তদন্তের স্বার্থে যেমন মামলার সংখ্যা বেড়েছে, একইসঙ্গে বেড়েছে তল্লাশি অভিযানও। যদিও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কোন রাজ্যে কত তল্লাশি অভিযান হয়েছে, তার জবাব এড়িয়েই গিয়েছে কেন্দ্র। মালা রায় প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে লিখিতভাবে জানতে চান, বিভিন্ন রাজ্যের ভোটে আদর্শ নির্বাচনবিধি লাগু হয়ে যাওয়ার পর সিবিআইয়ের তল্লাশি কত হয়েছে? উত্তরে প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আইন মেনেই সিবিআই তল্লাশি করে। এর মূল্য উদ্দেশ্য হল তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহ। দুর্নীতি, খুন, ঘুষকাণ্ড, ব্যাঙ্ক জালিয়াতি, লোক ঠকানো, ক্রিমিনাল মামলার তদন্তের জন্যই এই ধরনের তল্লাশি অভিযান করতে হয়। 

লিখিতভাবে এই জবাবের সঙ্গে গত তিন বছরে সিবিআই তল্লাশির পরিসংখ্যানও দিয়েছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে, ২০১৯ সালে ৩৬৮টি মামলায় ১,৬৪৯টি তল্লাশি হয়েছে। ২০২০ সালে ৩২৮ মামলায় ১,৪৩৮টি তল্লাশি অভিযান হয়েছে। আবার ২০২১ সালে ৪৪৪টি মামলায় সিবিআই ২,০৪১টি তল্লাশি অভিযান করেছে। ভোট ঘোষণার পর বিভিন্ন রাজ্যে এই তল্লাশি হয়েছে। কিন্তু কোন রাজ্যে কত? তার জবাব এড়িয়ে গিয়েছে মোদী সরকার। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #CBI Investigation, #CBI, #Modi Government

আরো দেখুন