রাজ্য বিভাগে ফিরে যান

পিছতে চলেছে উচ্চ মাধ্যমিক? পরীক্ষার সূচি ঘোষণা আজ

March 17, 2022 | 2 min read

উপ নির্বাচন এবং সর্বভারতীয় জয়েন্টের সাঁড়াশি চাপে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছচ্ছে। বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তার ইঙ্গিত মিলেছে। আজ, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও। তবে যা ইঙ্গিত মিলছে, সূচি পরিবর্তন নয়, একেবারে পিছিয়ে মে মাসে নিয়ে ফেলা হবে। ৪ মে পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স মেইন হওয়ার কথা। তারপরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে নেওয়া হবে একাদশ শ্রেণির পরীক্ষাও। যদিও, সূচি নিয়ে এদিন কোনও মন্তব্য করতে রাজি হননি সংসদ সভাপতি।

এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, নির্বাচনের দিন পরিবর্তন না হলে পরীক্ষার দিন পরিবর্তন হতে পারে। ভোটের নির্ঘণ্ট যাতে বদলানো যায়, সেই চেষ্টাও করা হচ্ছে বলে জানান তিনি। এই টানাপোড়েনে ছোট ছোট ছেলেমেয়েরা যে মানসিক চাপের মধ্যে পড়ছে, তাও তুলে ধরেন তিনি। ভোটের দিন পরিবর্তনের চেষ্টা স্রেফ আশ্বাসের পর্যায়ে রাখেননি মুখ্যমন্ত্রী। এদিনই সাংসদ সুখেন্দুশেখর রায়ের নেতৃত্বে কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দাররা দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন। অবশ্য, কমিশনের ভরসায় না থেকে সরকারের নির্দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিকল্প ব্যবস্থা সেরে রেখেছে বলেই খবর। কারণ, এই টালবাহানায় ঝুলে রয়েছে প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ।

১২ এপ্রিল ভোট হলে আসানসোল বা বালিগঞ্জের স্কুলগুলিতে অন্তত ১০দিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনী ঢুকে যেতে পারে। স্কুলগুলিও নির্বাচন কমিশনের আওতায় চলে যাবে। ফলে ২ এপ্রিল থেকে শুরু হতে চলা উচ্চ মাধ্যমিকের আয়োজন সাতটি বিধানসভা বিশিষ্ট আসানসোল লোকসভা আসন বা বালিগঞ্জ কেন্দ্রে প্রায় অসম্ভব। বিশেষ করে আসানসোলে বিকল্প পরীক্ষাকেন্দ্র আয়োজন করা একেবারেই সম্ভব নয়। এছাড়াও রয়েছে জেইই-মেইন পরীক্ষা। তার সঙ্গে ২৫ এপ্রিল স্ট্যাটিসটিক্স পরীক্ষাটির দিন মিলে গিয়েছে। সব মিলিয়েই ফের বিকল্প সূচির পথে হাঁটতে হচ্ছে রাজ্যকে।

তবে একটি বিষয় ইতিবাচক, জেইই-মেইন পরীক্ষার সূচি আর বদলাচ্ছে না। আইএসসি পরীক্ষার সঙ্গে দু’দিন মিলে গিয়েছিল জেইই-মেইনের পরিবর্তিত সূচি। তাই বুধবার আইএসসির বিকল্প সূচি ঘোষণা করে দিয়েছে সিআইএসসিই। ২৫ এপ্রিল কোনও পরীক্ষা নেই। পরীক্ষা শুরু হচ্ছে ২৬ এপ্রিল, ইংরেজি প্রথম পত্র দিয়ে। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৫ এপ্রিল থেকে পিছিয়ে ২ মে ফেলা হয়েছে। আগে ঘোষিত সূচির ভারতীয় এবং বিদেশি ভাষার পরীক্ষাগুলি ৪ মের পরিবর্তে হবে ৬ জুন। এছাড়াও সূচির কিছু বদল হয়েছে। এর ফলে ৬ জুনের বদলে ১৩ জুন শেষ হচ্ছে আইএসসি।

TwitterFacebookWhatsAppEmailShare

#His Examination 2022, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন